Sports Opinion

রবিবার বিকেলেই চলে গেছেন এশিয়ার পেলে , তবু দুই স্ত্রীর মধ্যে দড়ি টানাটানি চললো দেহ নিয়ে

প্রাক্তন ফুটবলারের দেহ নিয়ে গন্ডগোল দুই স্ত্রীর

কান্ননের দেহ নিয়ে গন্ডগোল দুই স্ত্রীর। আর এই অশান্তির জেরেই আজও সৎকার হলো না, প্রাক্তন ফুটবলারের। দেহ পরে রইলো, দমদমের পৌরসভার হাসপাতালে  । দুই স্ত্রীর মধ্যে বচসা এতই চরমে ওঠে যে ঘটনা পুলিশ স্টেশন অবধি গড়ায়।কান্নানের প্রথম স্ত্রী  চেয়েছিলেন, ফুটবলারের দেহ তার জন্মস্থানে নিয়ে যাওয়া হবে কিন্তু দ্বিতীয় স্ত্রী জানিয়েছেন যদি সম্মানের সঙ্গে সৎকার হয় তবেই কান্নানের সৎকার তাঁর জন্মস্থান বেঙ্গালুরু তে হতে পারে। তবে কান্ননের প্রথম স্ত্রী নাকি স্বসম্মানে সৎকারের কথা বলেছেন।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: