Culture

রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন : ১১৯ বছরে ” THE REFUGE “

দুর্গাপুজো, ঈদ ও বড় দিন সহ সবকিছুই এক ছাদের তলায় : অনন্য ইতিহাস নীরবে এগিয়ে যাচ্ছে।মুখোমুখি বিশ্বরূপ দে

রবীন্দ্রনাত ছিলেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন , আর এর যাত্রা শুরু হয়েছিল ১৯০১ সালে। বিশ্বরূপ বললেন এই প্রতিষ্ঠানে সব ধর্মের অনাথরাই এখানে আশে। তারা থাকে শুধু আশ্রয় পান না , সাথে সাথে পড়াশুনো , খেলা ধুলা , হাতের কাজ , গান বাজনা থেকে মানুষের জীবনে প্রয়োজনীয় জীবনের মান বৃদ্ধিতে প্রয়াসী এই প্রতিষ্ঠান।

এই বাড়িতে আছে এমন ইতিহাহ যা আজকের সমাজ তা জানে না , কথিত আছে এই বাড়িটি ছিল সিরাজ দৌল্লার আশ্রয় স্থল , যখন ইংরেজ বাংলা আক্রমণ করেছিল তখন তিনি এই বাড়িতেই ছিলেন। সিরাজ দৌল্লার সেনাপতির সমাধিস্থল আছে এই বাড়ির পিছনে। অতীতের বিভিন্ন বিভিন্ন সময়ে মানুষ এখান থেকে সেবা পেয়েছেন তা আজও বর্তমান। কমবেশি ৩০০ জন আবাসিক নিয়ে এই প্রতিষ্ঠান চলছে কালের গতি ধরে। বেক্তি, সরকার ও বেসরকারি সাহায্যে চলছে এই প্রতিষ্ঠান। আজ ওপিনিয়ন টাইমস উপস্থিত হয়েছিল কুমারী পুজো উপলক্ষে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: