Youth

রহস্যজনক ভাবে মৃত্যু অভিনেতা কুশল পঞ্জাবীর !

আত্মহত্যা নাকি অন্য কিছু, তৈরী হচ্ছে সন্দেহ, উঠছে অনেক প্রশ্ন, তবে সবাই নিরুত্তর।

@ দেবশ্রী : হটাৎই রহস্যজনক ভাবে মৃত্যু ঘটলো হিন্দি টেলি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা কুশল পঞ্জাবীর। তাঁর বয়েস হয়েছিল মাত্র ৩৭ বছর। শুক্রবার ভোর বেলা কুশলের মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের করেন পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ অনুমান করছেন যে, কুশল আত্মঘাতী হয়েছেন। তবে এর কী কারন রয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

কুশলের এমন আকস্মিক মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। অভিনেতা কর্ণবীর বোহরা এ দিন নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘আমি মর্মাহত। হতে পারে এখন যে জায়গায় তুমি রয়েছ তা অনেক বেশি সুখকর। কিন্তু এই ক্ষতি পূরণ হওয়ার নয়।’

কর্ণের ওই পোস্টে অভিনেত্রী শ্বেতা তিওয়ারি থেকে শুরু করে রবি দুবে কমেন্ট করেছেন। অনেকেই লিখেছেন,’এ রকম কী করে হয়ে গেল!’ তাঁরা কেউই কুশলের এই ভাবে চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না। কেউই পারছেন না বিশ্বাস করতে।

রিয়ালিটি শো ‘জোর কা ঝটকা’ তে বিজয়ী হওয়ার পরেই লাইমলাইট এসে পড়ে কর্ণের উপর। এ ছাড়াও ‘ঝলক দিখলা যা’-সহ বেশ কিছু রিয়ালিটি শো-তে পারফর্ম করতে দেখা গিয়েছে তাঁকে। সিরিয়াল, রিয়ালিটি শো-র পাশাপাশি ফারহান আখতার পরিচালিত ‘লক্ষ্য’, কর্ণ জোহর পরিচালিত ‘কাল’ এবং ‘ধান ধা না ধান গোল’-এও অভিনয় করেছিলেন কুশল। ২০১৫তে ইউরোপিয়ান গার্লফ্রেন্ড অড্রে ডোলহেনের সঙ্গে গোয়ায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন কুশল। তাঁদের একটি তিন বছরের ছেলেও রয়েছে। তবে কেন তাঁর এমন মৃত্যু ঘটল তা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। আত্মহত্যা নাকি অন্য কোনো কারন তা খতিয়ে দেখছেন পুলিশ।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: