Analysis
রাজনীতির ভাষা নিহত হচ্ছে – মন্তব্য বিচারপতির।
ভোট-রাজনীতি-ভাষা বিশ্লেষণ করলেন প্রাক্তন বিচারপতি সমরেশ ব্যানার্জী।
যতই দিন যাচ্ছে রাজনীতির ভাষা নিহত হচ্ছে। আমরা সুবিধাভোগী হয়ে উঠছি। রামের নামে রাজনীতি সমর্থনযোগ্য নয়। ১২ই মে Opinion Times-এর Input Editor রাহুল গুপ্ত-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানালেন প্রাক্তন বিচারপতি সমরেশ ব্যানার্জী।