রাজনীতির লাঠির আঘাত পড়লো ৭ বছরের রিয়ার পিঠে
গোবরডাঙ্গা থানার বেরগুম ১ পঞ্চায়েতের ঝনঝনিয়াতে বিজেপি তৃণমূল সংঘর্ষ মারপিটে আহত হল এক পৌর এবং তার সাত বছরের নাতনি। আহতের নাম হজরত মন্ডল(৫২) ও রিয়া মন্ডল। অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা রউফকে গত কয়েকদিন ধরেই কটুক্তি করছিল তৃণমূল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া যুবক শাহাবুদ্দিন। আজ সকালে শাহাবুদ্দিনকে খোঁজ করতে আসে তৃণমূল স্থানীয় নেতা রউফ। এরপরেই উত্তেজনা দেখা দেয়। হজরত স্থানীয় বিজেপি কর্মী একটি সবজির দোকান আছে তার। অভিযোগ এক কথা দু কথায় তারসঙ্গে বচসার জেরে দোকানের ঝাঁপের লাঠি দিয়ে হজরত কে আঘাত করে রউফ। পাশেই ছিল হযরতের নাতনি ৭ বছরের রিয়া লাঠির আঘাতে সেও আহত হয়। দুজনকেই আহত অবস্থায় হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা। গোবরডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। উল্লেখ্য ঘটনাস্থলটি বনগাঁ লোকসভার অন্তর্গত।