Big Story

রাজ্যের সাস্থ বিভাগের কাছে আসেনি কেন্দ্রের নির্দেশ বাদ ককটেল থেরাপি, মলনুপিরাভির

তিনটি ভাবে বিভাজিত হয়েছে অমিক্রন বা করোনা রোগী

তিয়াসা মিত্র – দেশ জুড়ে বেড়ে চলেছে অমিক্রন আক্ক্রন্তের সংখ্যা এবং এরই মধ্যেএখনো কোনো নির্দেশ আসেনি দুটি খরচ সাপেক্ষ ওষুধ ব্যাবহারের ক্ষেত্রে। করানোর তৃতীয় ঢেউয়ের শঙ্কায় রাজ্যের হাসপাতালগুলিকে প্রস্তুত থাকতে একগুচ্ছ চিকিত্‍সাবিধি জারি করেছিল স্বাস্থ্য দফতর। এই চিকিত্‍সাবিধিতে ওই দু’টি খরচসাপেক্ষ ওষুধ ব্যবহারের কথা বলা হয়েছিল প্রথমত অ্যান্টিবডি থেরাপি (ককটেল থেরাপি) ও মলনুপিরাভির ক্ষেত্রে। চিকিত্‍সার ক্ষেত্রে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। এই তিনটি ভাগে রয়েছেন উপসর্গহীন রোগী, লক্ষণবিহীন কোমর্বিড রোগী এবং মৃদু উপর্সগযুক্ত রোগী। এই ধরনের রোগীদের বাড়িতে বা সেফ হোমে নিভৃতবাসে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

হাসপাতালে ভর্তি করতে হবে সেই ধরণের রোগীদের যাদের এক সপ্তাহ টানা জ্বর আছে এবং সাথে নিঃস্বাস নিতে অসুবিধা হয়েছে এর সাথে সাথে এক টানা জ্বর না থাকলেও ঘুরে ফিরে জ্বর আসছে ,তাদেরকে ভর্তি নিতে হবে সব কিছুর আগে , এমনি নির্দেশ এখন পর্যন্ত কেন্দ্র সাস্থ দপ্তর থেকে। তবে দুটি ওষুধ নিয়ে এখনো কোনো নির্দেশিকা জারি করা হয়েনি কেন্দ্র সরকারের কাছে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: