Health

রাজ্য জুড়ে এডিনো

সোয়াইন ফ্লু বা অন্যান্য  ভাইরাল ফিভার এর মতোই এটি  ভাইরাস সংক্রমণ। উপসর্গ  প্রায়  একই। পার্থক্য  শুধু  চিকিৎসা তে। কারণ এখনও  কোন  নির্দিষ্ট  ওষুধ  বা টিকা  নেই  এডিনো ভাইরাস এর। লাইফ  সাপোর্ট  কেয়ার হলো এই  রোগের চিকিৎসা পদ্ধতি। পি সি আর টেস্ট করে চিহ্নিত  করা হয় এই রোগটিকে।  যথেষ্ট  ব্যয়  বহুল  এই টেস্ট ও রোগের চিকিৎসা।শিশু ও বয়স্ক  যাদের  রোগ প্রতিরোধ  ক্ষমতা  কম তাদের এই রোগে আক্রান্ত হতে বেশি দেখা যায়। শিশু বিশেষজ্ঞ  সুদীপ মাইতি জানাচ্ছেন হাইড্রেশন ও আইসোলেশন  হতে দেখা যায় এই  রোগে আক্রান্তদের।  তাই  প্রচুর  পরিমানে  জল ও স্বাস্থ্য কর  খাবার  রাখতে  হবে শিশুর ডায়েট -এ।  পরিসংখ্যান  বলছে গত ৩মাসে এডিনো ভাইরাস -এ মৃত্যু  হয়েছে  প্রায় ১০শিশুর।  ইনিস্টিটিউড  অফ চাইল্ড হেলথ -এ ইতিমধ্যে এসেছে  প্রায় ১০০জন রোগী। 

Show More

Related Articles

Back to top button
Close
Close
%d bloggers like this: