Education Opinion
রাজ্ শাসনের দগ্ধ্তায় কম্পিউটার শিক্ষক
মঙ্গলবার মিন্টো পার্কের একটি বেসরকারি সংস্থার অফিসের সামনে জমায়েত হন আইসিটি প্রকল্পের অধীনে থাকা প্রায় সাড়ে ৬ হাজার কম্পিউটার শিক্ষক শিক্ষিকা। তাদের দাবী সরকার থেকে যে টাকা বরাদ্দ হয়েছে তাদের জন্য সেই টাকা তারা বেতন পাচ্ছে না। তাদের কথা আমল না দিয়ে পুলিশ লাঠি চার্চ করে তাদের উপর। এতে আহত হয় বেশ কিছু আন্দোলনকারী। তাদের মধ্যে আবার অনেককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের।