Women

রাতের শহরে নিগ্রহকারীকে মেরে সাহসিকতার পরিচয় দেখালো তরুণী

নিগ্রহকারীকে উপযুক্তশাস্তি তরুণীর ,২২শে মে পর্যন্ত জেল হেফাজত যুবকের

সিনেমাতে রাতের আঁধারে হিরোইনকে বাঁচাতে সবসময় হাজির হন হিরো।কিন্তু বাস্তবের চিত্রটা একটু আলাদা ,বাস্তবে যাদবপুরের এই তরুণী কিন্তু নিজেই বাঁচালেন নিজেকে। সোমবার রাত পৌনে এগারোটা নাগাদ মোমিনপুর থেকে রক ক্লাইম্বিং শিখে ফিরছিলেন তিনি। হঠাৎই সুবোদ শর্মা নামের বছর ২৮-এর এক যুবক যাদবপুরের সুলেখা মোড়ের কাছের এক গলির সামনে তার সঙ্গে অভব্য আচরণ করেন। তরুণীর বাড়ির কাছেই ঘটে এই ঘটনা। প্রথমে এই ঘটনায় চমকে গেলেও পরে ওই বাইক আরোহীর পিছনে তারা করে তাঁকে পুলিশের হাতে তুলে দেন ওই তরুণী। অপরাধীর ২২শে মে পর্যন্ত জেল হেফাজত হয়েছে। তরুণীর সাহসের জন্য  তরুণীকে  কলকাতা পুলিশের পক্ষ থেকে স্মারক দিয়ে সম্মানিত করা হয়েছে। ইংরেজি সাহিত্যের তৃতীয় বর্ষের ছাত্রী ২১ বছরের এই তরুণীর সাহসিকতায় দারুন উত্তেজিত তার বোনও। ইতিমধ্যেই নিগ্রহকারীদের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছে সে। নিগ্রকারীর বাড়ি ছিট কালিকাপুরে ,সে আসবাব তৈরির কাজ করে। ঘটনার সময় ওই যুবক মাদকাসক্ত ছিল বলে জানা গেছে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: