রাহুল গান্ধী ‘অ্যাক্সিডেন্টাল হিন্দু’- কটাক্ষ যোগী আদিত্যনাথ
আমেঠির প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী মন্দিরে বসতে জানেন না- যোগী আদিত্যনাথ

তিয়াসা মিত্র : বছরের পর বছর ঘুরে যাবে কিন্তু রাজনীতির রাজনৈতিক দল গুলির সম্পর্ক থাকবে এক এবং অদ্বিতীয়। আর সেরকমই সম্পর্ক বিজেপি এবং কংগ্রেস-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিজেপির হিন্দুত্বকে সরাসরি নিশানা করেছিলেন তিনি।আমেঠি থেকে রাহুলকে আক্রমণ যোগীর! তিনি বললেন রাহুল গান্ধী নাকি অ্যাক্সিডেন্টাল হিন্দু।
আমেঠির তিনবারের সাংসদ তিনি। ২০১৯ সালে অবশ্য সব সমীকরণ বদলে যায়। স্মৃতি ইরানির কাছে গো-হারান হারেন সোনিয়া তনয়। যোগী সেখানে দাঁড়িয়েই বলেন, ‘আমেঠির প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী মন্দিরে বসতে জানেন না। যে মন্দিরে উনি গেছিলেন, তার পুরোহিত ওঁকে বসতে শিখিয়ে দেন। হিন্দুত্ব এবং হিন্দুইজম নিয়েও কিছুই জানেন না উনি। স্রেফ মিথ্যা প্রচার করে চলছেন।’ শুধু রাহুল গান্ধী কেন ? সমস্ত বিরোধী দল গুলিকেও জোরালো কটাক্ষ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর
চিত্র সৌজন্যে : CNI Channel