Economy Finance

রিজার্ভ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী ১ তারিখের মধ্যে ব্যাংকে KYC জমা না দিলে বন্ধ করা হতে পারে অ্যাকাউন্ট

রিজার্ভ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী KYC জমা দিতে হবে ২০২০ সালের ১ লা জানুয়ারির মধ্যে

সায়ন্তনী রায় : প্রত্যেক ব্যাংক -এ বলা হয়ে গেছে KYC জমা না দিলে বন্ধ করে দেবে ব্যাংক অ্যাকাউন্ট।প্রত্যেক ব্যাংক অ্যাকাউন্টের হোল্ডারকে নিজেদের অ্যাকাউন্টের সঙ্গে ‘Know Your Customer’ (KYC) দেওয়া বাধ্যতামূলক।আগামী বছর অর্থাৎ ২০২০ সালের ১ লা জানুয়ারির মধ্যে সমস্ত অ্যাকাউন্টের সঙ্গে KYC-যোগ করা বাধ্যতামূলক জানিয়ে দিল রিজার্ভ ব্যাংক।বেঁধে দেওয়া সময়ের মধ্যে KYC-জমা না দিলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধও করে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।ফলে ১ লা জানুয়ারি অর্থাৎ বুধবারের মধ্যে সমস্ত একাধিক ব্যাংকে থাকা অ্যাকাউন্টগুলির সঙ্গে KYC-আপডেট করিয়ে নিতে বলছে ব্যাংক।আরবিআইয়ের তরফে বারবার KYC আপডেটের কথা বললেও দীর্ঘদিন ধরে যে সমস্ত অ্যাকাউন্টের সঙ্গে এটি আপডেট করা হয়নি সেই সমস্ত অ্যাকাউন্টগুলিকে বন্ধ করে দেওয়ার কথাও ভাবা হচ্ছে।

KYC-আপডেট করার জন্যে ইতিমধ্যে সমস্ত ব্যাংকের তরফে তাঁদের সমস্ত গ্রাহককে অ্যালার্ট পাঠানো হচ্ছে। প্রাইভেট ব্যাংক অর্থাৎ আইসিসিআই, আইডিবিআইয়ের মতো ব্যাংকগুলি প্রতি মুহূর্তে তাঁদের কাস্টমারদের এসএমএসের মাধ্যমে KYC-আপডেট করার জন্যে অ্যালার্ট দিচ্ছে। কবের মধ্যে তা সেরে ফেলতে হবে তা নিয়েও গ্রাহকদের অ্যালার্ট দিচ্ছে ব্যাংকগুলি। শুধু এসএমএস করা নয়, ইমেলের মাধ্যমেও গ্রাহকদের এই বিষয়ে সতর্ক করা হচ্ছে।জেনারেল ব্যাংকের ক্ষেত্রে আগামী বছরের ১লা জানুয়ারির মধ্যেই আপডেট করে ফেলতে হবে। তবে যারা ফোন-পে, পেটিএম, আমাজন পে’র মতো ওয়ালেট ব্যবহার করছে তাঁদের ক্ষেত্রে আগামী বছর অর্থাৎ ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারির মধ্যে তা সেরে ফেলতে হবে বলেই আরবিআই তাদের গাইডলাইনে স্পষ্ট জানিয়ে দিয়েছে।

কীভাবে KYC আপডেট করবেন তা জেনে নিন :
আরবিআই বলছে যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তার যে কোনও একটি ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে হবে। সেখান থেকে একটি ফর্ম দেওয়া হবে। সেখানে সমস্ত প্রামাণ্য নথি লাগিয়ে ফর্মটি ফিলাপ করে জমা দিতে হবে। অন্যদিকে যদি অ্যাকাউন্টের সঙ্গে KYC আপডেট থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যাংকের পোর্টালে গিয়ে ‘No Changes in my KYC details’-এ গিয়ে ক্লিক করতে হবে। আরবিআইয়ের গাইড লাইন বলছে হাই-রিস্ক কাস্টমারদের ক্ষেত্রে প্রত্যেক দুবছর অন্তর KYC আপডেট করা প্রয়োজন। মিডিয়াম রিস্ক কাস্টমারদের ক্ষেত্রে প্রত্যেক ৮ বছর অন্তর এবং লো-রিস্ক কাস্টামারদের ক্ষেত্রে প্রত্যেক ১০ বছর অন্তর KYC details আপডেট করা প্রয়োজন বলে জানাচ্ছে আরবিআই গাইড লাইন।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: