রোহিতের সেঞ্চুরিতে হাসি ফুটলো টীম ইন্ডিয়ার : পরাজিত দক্ষিণ আফ্রিকা
চাহলের ঘূর্ণির সাথে রোহিতের সেঞ্চুরি , দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে মান রাখালো ভারত
৮ রানে শিখর ধাওয়ানকে হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া ,মাত্র ২২৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ।
শেষ পর্যন্ত রোহিত শর্মার অপরাজিত শতরানে ভর করে প্রোটিয়া বাধা টপকালো টিম ইন্ডিয়া। বিরাট কোহলির দল দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করল । বিশ্ব দরবারে নিজের প্রমান রাখলো জশপ্রীত বুমরাহ , শুরুতে বল হাতে আগুন ঝরালেন । সঙ্গে যুজবেন্দ্র চাহলের চার উইকেট। ভুবনেশ্বর কুমার শেষ বেলায় জোড়া ধাক্কা দিলেন । দক্ষিণ আফ্রিকাকে মাত্র ২২৭ রানে আটকে দিয়ে বোলাররাই আসল কাজটা করে দেন।

প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি , বুধবার সাউদাম্পটনে টস জিতলেও ম্যাচে হার । এরপর বুমরাহর জোড়া ধাক্কায় প্যাভিলিয়নে ফিরে যান হাসিম আমলা(৬) এবং কুইন্টন ডি’কক(১০)। তারপর ফাফ দু প্লেসি ও ভান দের দুসেন ধরে খেলতে থাকেন। এদিকে যুজবেন্দ্র চাহলের শিকার হন দুজনেই। দু প্লেসি করেন ৩৮ আর দুসেন করেন ২২ রান। জেপি দুমিনিকে(৩) দ্রুত সাজঘরে ফেরান কুলদীপ যাদব। ডেভিড মিলার(৩১) আর ফেলুকাওয়া(৩৪) কিছুটা চেষ্টা করলেও তাঁদের প্যাভিলিয়নে ফেরান ফের সেই চাহল। তারপর শেষ দিকে ক্রিস মরিস আর কাগিসো রাবাডা জুটি দক্ষিণ আফ্রিকার রানকে দুশোর গণ্ডি টপকাতে সাহায্য করে।আউট হন ক্রিস মরিস ৩৪ বলে ৪২ রান করে । রাবাডা ৩৫ বলে ৩১ রানে অপরাজিত থাকেন । দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে । ৫১ রান দিয়ে নিলেন চার উইকেট নেন ভারতের হয়ে যুজবেন্দ্র চাহল । বুমরাহ আর ভুবনেশ্বর কুমার ২টি করে উইকেট নেন ।কুলদীপ যাদব একটি উইকেট নেন ।