Sports Opinion

পরাজিত ভারত, ICC ২০১৯ থেকে বিদায় নিলো ভারত। খেলা তে ফিরতে পারলো না !

শুরুতেই ধাক্কা ভারতের ,রোহিত শর্মা , বিরাট কোহালি আউট :টার্গেট ২৪০ রান সেমি-ফাইনালে মহা যুদ্ধ। ভারতীয় ক্রিকেট টীম বড় ধাক্কার সামনে

শুরুতেই ধাক্কা ভারতের ,রোহিত শর্মা আউট :টার্গেট ২৪০ রান সেমি-ফাইনালে মহা যুদ্ধ। ভারতীয় ক্রিকেট টীম বড় ধাক্কার সামনে

শুরুতেই ধাক্কা ভারতের ,রোহিত শর্মা , বিরাট কোহালি ও রাহুল আউট :টার্গেট ২৪০ রান সেমি-ফাইনালে মহা যুদ্ধ। ভারতীয় ক্রিকেট টীম বড় ধাক্কার সামনে.

শুরুতেই ধাক্কা ভারতের ,রোহিত শর্মা , বিরাট কোহালি ও রাহুল আউট :টার্গেট ২৪০ রান সেমি-ফাইনালে মহা যুদ্ধ। ভারতীয় ক্রিকেট টীম বড় ধাক্কার সামনে
বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউ জিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। নিউ জিল্যান্ড শিবিরে প্রথম ধাক্কা দেন জশপ্রীত বুমরাহ। মার্টিন গাপটিলকে এক রানে ফেরান বুমরাহ। দুরন্ত ক্যাচ ধরেন কোহলি। তার পর অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে জুটি বাঁধেন হেনরি নিকলস।
ম্যাঞ্চেস্টারে বৃষ্টি বিঘ্নিত দু’দিনের সেমি-ফাইনাল! মঙ্গলবারের ম্যাচ গড়ায় বুধবার। মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউ জিল্যান্ড। গতকাল বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় স্কোরবোর্ডে ৪৬.১ ওভার শেষে কিউইদের রান ছিল ২১১/৫।
দ্বিতীয় উইকেটে ৬৮ রান যোগ করেন তাঁরা। ২৮ রানে জাদেজার বলে বোল্ড হয়ে ফেরেন নিকলস। কিউই অধিনায়ক উইলিয়ামসন ৯৫ বলে ৬৭ রান করে আউট হন। জিমি নিশামও বেশিক্ষণ টিকতে পারলেন না ১২ রানে ফিরলেন তিনি। তবে দুরন্ত ব্যাটিং করলেন রস টেলর। কলিন ডি গ্র্যান্ডহোম ১৬ রান করে আউট হন। মঙ্গলবার ৪৬.১ ওভার পর বৃষ্টি নামে ম্যাঞ্চেস্টারে। তখন নিউ জিল্যান্ডের স্কোর ছিল ২১১/৫। ৬৭ রানে অপরাজিত রস টেলর। সঙ্গে ৩ রানে ক্রিজে ছিলেন টম ল্যাথাম।

(কমেন্ট্রি সৌজন্যে প্রসার ভারতী )

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: