Culture

লাইভ বিকেল ৪.৩০মিনিটে কলকাতা দুর্গাপুজোর অন্যতম আকর্ষণের নাম”হরিদেব পুর ৪১ ক্লাব ” থেকে !

কেমন হচ্ছে এবারের প্রস্তুতি , কথা হবে ক্লাব কর্মকর্তাদের সাথে সরাসরি। সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস

আর বাকি ৩৬ দিন , অপেক্ষার অবসান ঘটিয়ে এবারে মা দূর্গা আসবেন মর্তে। দুর্গাপূজা বা দুর্গোৎসব হল হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব হলেও আজ আর সেই গন্ডির বাইরে বেরিয়ে সব ধর্মের মানুষের এক মহা মিলন। আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। শারদীয়া দুর্গাপূজার জনপ্রিয়তা বেশি।

আর এই উৎসবের উঠান এখন অনেক বড় , দুর্গাপূজা ভারত, বাংলাদেশ ও নেপাল সহ ভারতীয় উপমহাদেশ ও বিশ্বের একাধিক রাষ্ট্রে পালিত হয়ে থাকে। এমনকি ভারতের অসম,বিহার, ঝাড়খণ্ড, মণিপুর এবংওড়িশা রাজ্যেও দুর্গাপূজা মহাসমারোহে পালিত হয়ে থাকে। ভারতের অন্যান্য রাজ্যে প্রবাসী বাঙালি ও স্থানীয় জনসাধারণ নিজ নিজ প্রথামাফিক শারদীয়া দুর্গাপূজা ও নবরাত্রি উৎসব পালন করে। এমনকি পাশ্চাত্য দেশগুলিতে কর্মসূত্রে বসবাসরত বাঙালিরাও দুর্গাপূজা পালন করে থাকেন। ২০০৬ সালে গ্রেট ব্রিটেনের রাজধানী লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামের গ্রেট হলে “ভয়েসেস অফ বেঙ্গল” মরসুম নামে একটি সাংস্কৃতিক প্রদর্শনীর অঙ্গ হিসেবে স্থানীয় বাঙালি অভিবাসীরা ও জাদুঘর কর্তৃপক্ষ এক বিরাট দুর্গাপূজার আয়োজন করেছিলেন। তবে কলকাতার পুজোতে মজেছে সারা বিশ্ব তাই এবার বিদেশী ভিড় এনেক বেশি কলকাতায় যা জানা যাচ্ছে। সব মিলিয়ে ওপিনিয়ন টাইমস এর “বাড়ি থেকে বারোয়ারি” আজ হরিদেবপুর ৪১ পল্লী ক্লাব পূজা প্রাঙ্গনে।

যাই হোক টুকি টাকি এই সব কথার মাঝে আজ হরিদেবপুরের ৪১ পল্লী ক্লাবের পূজা প্রাঙ্গন থেকে সরাসরি লাইভ এ থাকবে ওপিনিয়ন টাইমস , জেনে নিতে এবারে থিম অর্থাৎ ভাবনা কি , কত দূর এই প্রস্তুতি , কে করছেন এবারের এই পরিকল্পনা রূপায়ণের কাজ , এবারের প্রতিমা শিল্পী কে , কিরকম হবে আলো থেকে আবহ। থাকবে সব মিলিয়ে পুজোর মজা পুজোর আগে। লোকও রাখুন সঙ্গে থাকুন। http://www.opiniontimes.in

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d