লিপস্টিক ব্যবহারে অসাবধানতা, হতে পারে অপূরণীয় ক্ষতি
নারীর ঠোঁটের সৌন্দর্যের আলাদা মাত্রা আনে লিপস্টিক। কিন্তু সঠিকভাবে লিপস্টিক ব্যাবহার না করতে পারলে সৌন্দর্যতা কদর্যতা তে পরিণত হতে পারে।
শীর্ষা সেন : ঠোঁট , মহিলাদের সবচেয়ে আকর্ষণীয় অঙ্গ। আর তাকে আরও সুন্দর করে তোলার জন্য রয়েছে বিভিন্ন লিপ কেয়ার পদ্ধতি। ভ্যাসেলিন থেকে লিপস্টিক সবই ঠোঁটের সৌন্দর্য বৃদ্ধি করে। কোনো বিশেষ অনুষ্ঠান থেকে শুরু করে রোজকার দিনেও চলে লিপস্টিক-এর ব্যবহার। কখনো নিউড পিচ কখনো বা বোল্ড প্লাম এই সব লিপস্টিক লুকেই দুনিয়া মোহিত করেন নারীরা। কিন্তু শুধু লিপস্টিক ব্যবহারেই সুন্দর দেখতে হবে না, সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে লিপস্টিক ব্যাবহারে। তার সাথে সাথে নিতে হবে যত্ন।
দোকান থেকে কিনে আনা ভালো লিপস্টিক ও অনেক সময় ঠোঁটের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারেনা। তাই ঠোঁটের সৌন্দর্য আরও আকর্ষণীয় করে তুলতে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ টিপস।
১. যদি ঠোঁটে খুব ডার্ক রঙের লিপস্টিক লাফিয়ে ফেলেন, তবে একটি মোটা টিস্যু পেপার ঠোঁটের মাঝের অংশে রেখে ঠোঁট দুটি দিয়ে একটু চেপে ধরুন। একটু বাদেই অতিরিক্ত রং উঠে গেছে। তারপর হালকা বর্ণের লিপগ্লস বা বর্নহীন পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। নয়তো ঠোঁটের চামড়ায় দাগ পরে যাবে।
২. ঠোঁটে লিপস্টিকের ঘন রং মোছার জন্য আপনি ঠোঁটে হালকা নিউড বা গোলাপি বা পিচ রঙের লিপস্টিক ব্যাবহার করতে পারেন।
৩. লিপগ্লসের উপর হালকা লিপলাইনার লাগাতে পারেন। লিপগ্লস যেহেতু সহজেই উঠে যায়, তাই উপরে লিপলাইনার লাগালে ঠোঁটের রং বেশি সময় স্থায়ী হবে।
৪. লিপস্টিক রিমুভ করতে কখনই রুমাল ঘষবেন না, তাতে আপনার ঠোঁটের ত্বকের লোকসান হতে পারে। এর চেয়ে ভালো লিপস্টিকের সাথে সামান্য ভ্যাসেলিন মিশিয়ে লিপস্টিকের রং হাল্কা করে নেওয়া।