লিপস্টিক ব্যবসার আয়ের ৫০ কোটি ডলার দান করবেন এইডস প্রতিরোধে – সিদ্ধান্ত ‘ম্যাক’-এর
প্রসাধনী বিক্রেতা সংস্থা ম্যাক হাত বাড়ালো এবার এইডস প্রতিরোধে

শীর্ষা সেন: নারীর মেক আপ কিটস-এর তালিকায় যেটি ছাড়া চলে না সেটি হল লিপস্টিক। আর বিশ্ব জুড়ে প্রথম সারির লিপস্টিকের মধ্যে অন্যতম হল ম্যাক ‘ভিভা গ্ল্যাম’ লিপস্টিক। লিপস্টিক ব্যাতীত এই ব্র্যান্ডের প্রসাধনী রেঞ্জের খ্যাতিও রয়েছে। এই সংস্থার একটি নজিরবিহীন খবর হল – বিগত ২৫ বছর ধরে ম্যাক তাঁদের বিক্রিত ‘ভিভা গ্ল্যাম’ লিপস্টিক থেকে প্রাপ্ত সমস্ত অর্থ এইডস রোগ প্রতিরোধ গবেষণায় দান করছে।
টাকার অঙ্কটা নেহাত কম কিছু নয়, ‘ভিভা গ্ল্যাম’ লিপস্টিক বিক্রি করে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার দান করছেন ম্যাক সংস্থার কর্তৃপক্ষ। সমাজে পিছিয়ে পড়া শ্রেণী , এলজিবিটিকিউ সম্প্রদায় এছাড়াও নারী ও কন্যাসন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ বড় অঙ্কের টাকা দান করার কথাও সম্প্রতি জানিয়েছেন ম্যাক সংস্থা।
সংস্থার কর্তা জন ডেমসি জানিয়েছেন ১৯৯৪ সালে এ পদক্ষেপ প্রথম নেওয়া হয় কিন্তু তা যে এতো বড় আকার নেবে তা কখনও ভাবতেই পারেনি ম্যাক সংস্থা । ২৫ বছর পার করার পরে সমাজের স্বার্থে এই পদক্ষেপ গ্রহণ করেছেন তাঁরা। আগামী তিন বছর মোট ৩০ কোটি টাকা ইউনিসেফ-এর তহবিলে দান করা হবে, যার সাহায্যে এইচআইভি আক্রান্ত মায়েদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য , ক্রিস্টিনা আগুইলেরা বা আরিয়ানা গ্রান্ডে -এর মতো তারকারা এই লিপস্টিকের ব্র্যান্ড আম্বাসাডার। সংস্থার কর্তা দাবি করেন তাঁদের মহৎ উদ্দেশ্যের কথা মাথায় রেখে তাঁরা ন্যূনতম খরচে বিজ্ঞাপন করতে রাজি হয়েছেন । আপাতত ‘ভিভা গ্ল্যাম’ লিপস্টিকের মোট বিক্রির ৭০শতাংশ আয় হয় বিদেশ থেকেই। আগামী দিনে দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল বিভিন্ন দেশে এই ব্যাবসার পরিধি পরিকল্পনা করা হচ্ছে।