@ দেবশ্রী : শেষ পর্যন্ত শীতের চাদরে ঢাকছে কলকাতা। শহরবাসীরা অনুভব করছেন এই শীত। দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলোতেও পারদের মাত্রা অনেকটাই কমেছে। শীত পড়েছে পশ্চিমের জেলাগুলোতেও। কিন্তু রাতের এই ঠান্ডা যেন সকাল হতেই উধাও হয়ে গেল কোথাও। বেড়ে গেল কলকাতার তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রের মাধ্যমে জানা যায়, আজ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল আবহাওয়া দফতর জানিয়েছিল যে, কলকাতার তাপমাত্রা একই থাকবে। কিন্তু তারপর ফের দক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়া প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে পশ্চিমী ঝঞ্ঝা। তখন আবার পুনরায় তাপমাত্রা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা।
গতকাল হাওয়া অফিসের তরফে এও জানান হয়েছিল, আগামী ৪৮ ঘন্টায় পারদ ১৬ ডিগ্রির কম থাকবে। এদিকে পারদ যদি এখানেই স্থায়ী হয় বা আরও নামে তাহলে বঙ্গে জাঁকিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই বলেই মনে করা হচ্ছে। তবে ফের পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হলে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে। আচমকা পারদ নামলেও পাকাপাকিভাবে কবে দক্ষিণবঙ্গে শীত আসবে সে ব্যাপারে অবশ্য নিশ্চিত করে এখনও কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর।
তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীত আসতে আর বেশি দেরি নেই। সাধারণত তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামলে পাকাপাকিভাবে শীত এসেছে বলেই ঘোষণা করে হাওয়া অফিস। চলতি মরশুমে ডিসেম্বর মাস শুরুর দিনগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। হাল্কা গরম পোশাক গায়ে দিয়ে দিব্যি ফ্যান চালাচ্ছিলেন শহরবাসী। তবে বুধবার বিকেলের পর থেকেই বাতাসে বেড়ে যায় শিরশিরানি ভাব। একধাক্কায় তাপমাত্রা নেমে দাঁড়ায় একেবারে ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আলিপুর আবহাওয়া দফতর এর তরফ থেকে জানা যায়, গতকাল ছিল মরশুমের সব থেকে শীতলতম দিন।
কিন্তু শুক্রবার সকাল থেকেই সেই শীত উধাও। তবে, বেশি দিন আর শহরবাসীকে অপেক্ষা করতে হবে না বলে জানিয়ে দিয়েছে, আলিপুর আবহাওয়া দফতর কর্তৃপক্ষ।