Big Story
লুট করেই জিততে চলেছে তৃণমূল : কনীনিকা
সিপিআইএমের উত্তর কলকাতার প্রার্থী অসাধারণ লড়াই নজর কাড়ছে আজকে
তৃণমূলের হুলিগানসরা দখল নিলো উত্তর কলকাতার অধিকাংশই বুথ
এন্টালিতে কনীনিকাকে ঘিরে ফেললো তৃণমূল কর্মীরা , বুথের ভিতরে যেতে মানা ,
১১ তা নাগাদ কনীনিকা যান এন্টালির একটি বুথে , সেখানে গেটের সামনে দাঁড়িয়ে পরে তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা , কেন্দ্রীয় বাহিনীকে বললেও কাজ হয়নি. চিৎকার চেঁচা মিচি করলে কেন্দ্রীয় বাহিনীকে যুক্তি দেয় সব ঠিক আছে । , বেলেঘাটা আলোছায়া সিনেমার সামনে বিক্ষোভ শুরু করেন লুটের বিপক্ষে। এর পর রাস্তায় বিক্ষোভ দেখান কনীনিকা সাথে সাথে হাজির হন নর্বাচন কমিশনের অধিকারীরা , কোনো সুরাহা হয় নি। তুমুল বিতর্কের মধ্যে চলছে শেষ পর্বের ভোট।