লোন না দেওয়ার প্রতিশোধে এক যুবক প্রতিশোধ তুললেন ব্যাঙ্ক জ্বালিয়ে
প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে

তিয়াসা মিত্র : ব্যাঙ্ক লোন দিতে নাকচ করতে রাতের অন্ধকারের সাহায্যে ব্যাংকে আগুন লাগিয়ে দেয় কর্ণাটকের এক যুবক। জানা যাচ্ছে , হাভেরি জেলার কানাড়া ব্যাঙ্কের একটি শাখায় প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার এই ঘটনাটি ঘটে। কানাড়া ব্যাঙ্কের একটি শাখা ৩৩ বছরের এক যুবক পুড়িয়ে দেয়।
সূত্রে খবর, ওই যুবক কানাড়া ব্যাংক-এর সেই শাখাতে একটি লোনের জন্য আপিল করে কিন্তু তা স্বীকার করেন ব্যাঙ্ক থেকে। ব্যাঙ্ক কেন সেই লোন পাস্ করতে পারেনি তও জানিয়ে দেয় তাকে , ঋণ পাওয়ার জন্য জরুরি সিবিল স্কোর কম আছে তাঁর। এর পরেই সেই যুবকের সাথে বচসা শুরু হয়ে সেই ব্যাঙ্ক কর্মীদের। এবং ফল স্বরূপ সেই যুবক রাতের অন্ধকারে এসে সেই শাখা জ্বালিয়ে দেয়। সেইখানের স্থানীয়রা সেটি দেখতে পায় এবং পুলিশকে তৎক্ষণাৎ খবর দেয় কিন্তু ততক্ষনে ক্ষয়ক্ষতি অনেকটা হয়ে গেছে।
পুলিশ ওই যুবকে গ্রেপ্তার করে এবং জানা যাচ্ছে সেই যুবকের নাম ওয়াসিম হাজরাত সাব মোল্লা। তার ওপরে অনেক গুলি ধারাতে অভিযোগ দায়ে করেছে পুলিশ।