Culture

“লৌহ কবজ “এবার পুরস্কারের দৌড়ে ! : রাতদিন এককরে কাজ করছে বেহালা ১১ পল্লী !

৬৬ তম বর্ষ লৌহ কবজ এবারের থিম বেহালা ১১ পল্লী ক্লাবের। একদল তরুণ তুর্কি নাছোড় , এবার লড়াইয়ে অন্য প্রস্তুতি।

খাঁচার ভিতর অচিন পাখী কেমনে আসে যায়।
ধরতে পারলে মন-বেড়ী দিতাম তাহার পায়
।”
লালন ফকির

এখানের পাখিটাই হচ্ছে আমাদের আত্মা। বাউল দর্শন অনুযায়ী প্রতিটা দমের সাথে আত্মাটা দেহে প্রবেশ করছে, দমটা ছাড়ার সাথে সাথে আবার চলে যাচ্ছে। দমটা ছেড়ে দেয়ার পর আর প্রবেশ না করলেই আপনি মৃত। এর কারণ হলো আত্মাটা আর প্রবেশ করছে না। এখন কবি বলছেন খাঁচায় অর্থাৎ দেহে এই অচিন পাখি অর্থাৎ তাঁর আত্মা আসছে আবার যাচ্ছে নিঃশ্বাসের সাথে সাথে। কীভাবে এ আসা যাওয়া হচ্ছে তাঁর কাছে এ এক রহস্য। যদি তিনি ধরতে পারতেন, মনবেড়ি দিতেন পাখির পায়ে যেন আর যেতে না পারে।আর এই নিয়েই এবারের থিম “লৌহ কবজ ” বলছেন ক্লাব কর্মকর্তারা।

পুরো মণ্ডপ সেজে উঠছে লালন ফকিরের গানের অবলম্বনে এবারের ভাবনা। তৈরী হচ্ছে লোহার খাঁচা , আসবে পাখির দল , থাকবে আবহ সঙ্গে আলোর সাথে, সবটাই মানান সই । আর ফেলে দেওয়া কাঁচের বোতল থাকবে , তাতে রঙের প্রলেপে পাখি ভেসে উঠবে অন্য মাত্রার অবয়বে। সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরী হচ্ছে আসতে আসতে। আবহ করছেন পন্ডিত মোল্লার ঘোষ ও শিল্পী বিভাষ মুখার্জীর পরিকল্পনা ও পূর্ণাঙ্গ রূপায়ণের দায়িত্বে এবারে বেহালা ১১ পল্লী । শিল্পী জানালেন মণ্ডপে লাইভ পারফর্মেন্স থাকবে তাতে এই পরিকল্পনার সাথে মিশে যাবে। এবছরে প্রতিমা করছেন সনাতন পাল। মূর্তির আদল থাকবে কৃষ্ণরূপী দূর্গা। অর্থাৎ টানটান উত্তেজনা , চেষ্টার শেষ নেই , এবছরের লড়াইটা অন্য ভাবে নিয়েছে প্রায় একবছরের পরিকল্পনা নিয়ে। বেহালার লড়াইটা খুব কম কথা নয় , কারণ ১ কিলোমিটার এর মধ্যে প্রায় ৪ তে বড় পুজো তাদের সাথেই মূলত লড়াই। যদিও বলা যায় ধারেভারে অনেক পিছিয়ে থাকলেও এই ক্লাবের আরেকটা বড় দিক হল সমাজ সেবা মূলক কাজ। যাই হোক ৩৩ দিন বাকি কাউনডাউন শুরু।

বাড়ী থেকে বারোয়ারী , শুধু মাত্র ৩৩ দিন বাকি। ওপিনিয়ন টাইমস এর ক্যামেরা ঘুরছে কলকাতায় , এবছরের প্রস্তুতি কেমন হচ্ছে , সেই খবরা খবরের খোঁজে ওপিনিয়ন টাইমস । আর এই নিয়ে জমজমাট বেহালা ১১ পল্লী ক্লাব থেকে । নজর রাখুন সঙ্গে থাকুন : http://www.opiniontimes.in // আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/pg/opiniontimes.in

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: