Women

শাস্তি পাচ্ছে না নির্ভয়ার দোষীরা, পরবর্তী শুনানি এবার আগামী বছরে !

শোনা গেছিল খুব শীঘ্রহি হবে নির্ভয়ার দোষীদের শাস্তি, কিন্তু হয়ে যাচ্ছে মামলায় একের পর এক শুনানি।

@ দেবশ্রী : ৭ বছর আগে ঘটে যাওয়া নির্ভয়া কাণ্ডে এখনও হয়ে যাচ্ছে শুনানি। ফাঁসির শাস্তি বলার পরেও চলছে একের পর এক শুনানি। শেষ হচ্ছে না এই মামলা। এখনও শাস্তি পাচ্ছে না নির্ভয়ার দোষীরা। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট ঘোষণা করে যে নির্ভয়া মামলার পরবর্তী শুনানি হবে ২০২০ সালের ২৪শে জানুয়ারি। এই ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত পবন কুমার গুপ্তের আবেদনের শুনানি চলাকালীন এই ঘোষণা করে আদালত। আবেদনে, অভিযুক্ত পবন দাবি করে যে, ঘটনার সময় সে কিশোর ছিল। আর সেই জন্যই তার শাস্তি, জুভেনাইল জাস্টিস আইনের আওতাতে হওয়া উচিত।

পবনের আইনজীবী এপি সিং এই মামলার বিষয়ে নতুন কাগজপত্র তৈরির জন্য কিছুটা সময় চান আদালতের কাছে। ওই ঘটনার সময় পবন নাবালক হওয়ায় তার মামলাটি জুভেনাইল জাস্টিস আইনের অধীনে চালানোরও দাবি জানান আইনজীবী। পাশাপাশি আদালতের কাছে করা আবেদনে পবন গুপ্ত দাবি করে গ্রেপ্তারির সময় তাঁর বৈজ্ঞানিক ভাবে বয়সের ধারণা পেতে যেহেতু তার ওসিফিকেশন পরীক্ষা করা হয়নি তাই আদালতের উচিত তাকে কিছু বাড়তি সুবিধা দেওয়া।

পবনের আইনজীবীর তরফে আদালতে দায়ের করা পিটিশনে লেখা হয়, ‘তদন্তকারী আধিকারিকেরা গ্রেফতারির সময় অভিযুক্তের কোনও ওসিফিকেশন টেস্ট করেননি। তাই তদন্তকারী কর্মকর্তাদের দায়ের করা বয়স যাচাইয়ের রিপোর্টের উপর সম্পূর্ণ ভাবে নির্ভর করা যায়না। তাই দোষী ব্যক্তিকে কিশোর ন্যায়বিচার আইনে কিশোরী হিসাবে বিবেচনা করা উচিত।” আর সেই করানো আবারো পেছানো হয় শাস্তি। দিল্লি হাইকোর্ট জানিয়ে দেয় আগামী বছরে অর্থাৎ ২০২০ সালের ২৪শে জানুয়ারি হবে নির্ভয়াকান্ডের পরবর্তী শুনানি !

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: