Education Opinion
শিক্ষক-শিক্ষিকাদের প্রচারের আলো কেড়ে নিলো NRS।
বেতন বৃদ্ধির দাবিতে বিকাশভবনের সামনে বিক্ষোভ দেখালো এসএসকে, এমএসকে-র শিক্ষক-শিক্ষিকারা। পুলিশ বাধা দিলে তাদের সাথে খন্ড যুদ্ধ বেধে যায়।
৬বছরের লড়াইয়ে আর সমাধান হচ্ছে না , তাই হতাশা গ্রস্থ শিক্ষক -শিক্ষিকা এবার পথেই জবাব চাইছে , তাই আর বাধা মানছে না এবার ভাঙতে চাইছেন সব বেরিকেট। বেশ কয়েক হাজার আন্দোলনকারী এসেছিলেন এই বিক্ষোভে অংশ গ্রহণ করতে। তবে এবার এদের উচ্ছাস অন্য কথা জাগান দিচ্ছে।