শীতের বিদায়ে ঘন্টা বেজে গেছে কি না সেই বিষয়ে আশংকা আবহাওয়া অফিস-এর
দক্ষিণের অংশগুলিতে হবে বজ্রবিদ্দুত সহ বৃষ্টি আগামীকাল থেকে

তিয়াসা মিত্র : পশ্চিমি ঝঞ্ঝার কারণে পারদস্তম্ভ তরতরিয়ে উর্ধমুখী হচ্ছে যেখানে এই সময়ে দাঁতেদাঁত এবং কম্বল নিজের প্রতিবিম্ব হওয়ার কথা। পশ্চিমি ঝঞ্ঝার জেরে বাধা প্রাপ্ত উত্তরে শীতল হওয়া এবং বাঘা শীত। বিশ্ব উষ্ণায়ণের জেরে আগের বছর থেকে আমরা বৃষ্টি প্রধান রাজ্যে পরিণত হচ্ছি বলে মনে করা হচ্ছে সেই পরম্পরা জিয়ে রাখতে আবার বৃষ্টির পূর্বাভাস হওয়া অফিস থেকে।
জানানো হচ্ছে আগামীকাল থেকে দক্ষিণের অংশগুলিতে হবে বজ্রবিদ্দুত সহ বৃষ্টি এবং কোলকাতাতে হবে অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত। সম্ভাব্য অকালবৃষ্টির ব্যাপারে কৃষকদের বিশেষ ভাবে সতর্ক করে দিয়েছে হাওয়া অফিস এবং রাজ্যের কৃষি দফতর। জোরালো বৃষ্টি শুরু হওয়ার আগেই খেতের পাকা ফসল তুলে ফেলতে বলা হয়েছে। জমির জল যাতে দ্রুত বেরিয়ে যায়, তার ব্যবস্থাও করে রাখতে বলা হয়েছে। নদী , সমুদ্রে মাছ ধরতে যেতে ইতিমধ্যে বারণ করে দেওয়া হয়েছে প্রশাসন থেকে। তবে সব থেকে বড়ো প্রশ্ন, বৃষ্টি শেষে শীত কতটা পড়তে চলেছে কোলকাতাতে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আলিপুরে আবহাওয়া দপ্তর।