Weather

শীত আসতে করছে দেরি, অপেক্ষায় রাজ্যবাসি।

আবহাওয়ার মানচিত্রে নানান পরিবর্তন ঘটায়, রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে লাগবে আরও কিছু দিন।

@ দেবশ্রী : পার হয়ে গেল অর্ধেক নভেম্বর, কিন্তু শীতের দেখা পাওয়া যাচ্ছে না। আবহাওয়া দফতর জানিয়েছিল, বুলবুল চলে গেলেই পর্বে শীত কিন্তু শীত কোথায় ? সকাল হতেই ঝলময়য়ে উঠছে সূর্যি মামা। আকাশ একদম পরিষ্কার। শীতের তেমন সম্ভবনা দেখা যাচ্ছে না। কিন্তু আবহাওয়া দফতর জানাচ্ছে, সামনের সপ্তাহ থেকেই অনুভব করা যাবে শীতের আমেজ। কিন্তু সম্পূর্ণভাবে শীত পড়তে এখনও সময় লাগবে। শীতের আগমন হবে আরও একটু পরে। আবহাওয়া দফতরের সূত্রে জানা যায় আগামী সপ্তাহে কলকাতার তাপমাত্রা নেমে হতে পারে ১৮ ডিগ্রী। রাজ্যের অন্যান্য জায়গা গুলিতে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রী কমতে পারে।

জম্মু ও কাশ্মীর, এবং হিমাচল প্রদেশ গুলিতে চলছে প্রবল তুষারপাত। ভারতের উত্তর পশ্চিমে এখন অনেকটাই তাপমাত্রা কমে গেছে। সেখানে ঠান্ডার রেশ ও বেড়েছে অনেকটাই। আর সেই ঠান্ডা হাওয়ার প্রভাব পড়বে রাজ্যে। সূত্রের মাধ্যমে জানা গেছে যে, রাতের সময় ও সকালের দিকে আগামী দিন গুলিতে আরও শীতের আমেজ বাড়তে দেখা যাবে।

তবে,শীতের আমেজ বাড়ার সম্বাবনা থাকলেও শীত আসতে এখনও কিছু দিন সময় লাগবে। তাই অপেক্ষা করতে হবে এখনও আরো কিছু দিন। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা, ২০.৩ ডিগ্রী যা অন্যদিনের তুলনায়, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি রয়েছে। তবে আশা করা যাচ্ছে, খুব শীঘ্রহি শীত জাঁকিয়ে পড়বে কলকাতার বুকে। তখনই নেওয়া যাবে আসল শীতের মজা।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: