শীত আসতে গিয়েও, বেড়ে গেল শহরের তাপমাত্রা।
অপেক্ষা হচ্ছে শীতের, কিন্তু আসি আসি করেও আসছে না শীত।
@ দেবশ্রী : আবারও শহরে কমবে তাপমাত্রা। আগামী বুধবার থেকেই নামতে পারে পারদের মাত্রা। এমনটাই জানতে পারা গেছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। গত সপ্তাহের বৃহস্পতিবার ছিল এই বছরের মরশুমের শীতলতম দিন। তবে তারপর থেকে কিন্তু তাপমাত্রার মান বেড়েছে। সোমবার সেই তাপমাত্রা গিয়ে দাঁয়েছে ১৯.৪ ডিগ্রিতে। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে তিন ডিগ্রী বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা এরকমই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বুধবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আরব সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। সেখানে তৈরি হওয়া ঘূর্ণিঝড় পবনের কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তর পশ্চিম বায়ু। ফলে বাড়ছে তাপমাত্রা। পশ্চিম দিকের বদলে পূর্ব দিক থেকে রাজ্যে হাওয়া ঢুকছে। কিন্তু পূর্ব দিকের হাওয়া তুলনায় গরম। ফলে রাজ্যের তাপমাত্রা বেড়েছে।আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার নাগাদ জম্মু ও কাশ্মীরে পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করবে। আর সেই সময় তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে অনুমান করা হচ্ছে। আগামীকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। পাশাপাশি আকাশও থাকবে মেঘলা। ভোরের দিকে বিরাজ করবে কুয়াশা। তবে সকাল ও সন্ধ্যা বেলা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ থাকবে। আজ সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। অর্থাত্ ২৭ ডিগ্রি এই সময়ের স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা। ৩০ হলে স্বাভাবিকভাবেই গরম অনুভূত হবে। সঙ্গে রয়েছে আপেক্ষিক আর্দ্রতা , যার পরিমাণ সর্বোচ্চ ৯৭ , সর্বনিম্ন ৪৭ শতাংশ। তবে শহরবাসী এখনও অপেক্ষা করছে, ভালো করে শীতের আমেজকে অনুভব করার জন্য।