West Bengal
শেষ দফা নির্বাচনে উত্তপ্ত কলকাতা
সপ্তম তথা শেষ দফা নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কলকাতায়
আজ সপ্তম তথা শেষদফা নির্বাচন ,তাই নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠলো শহর কলকাতা। গিরিশ পার্কে ডিডো মহেশ্বরী স্কুলের সামনে একটি বুথে বোমাবাজি ঘিরে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। এই ঘটনার জন্য কিছুক্ষন বন্ধ রাখতে হয় ভোটগ্রহণ। দুজন দুষ্কৃতী বাইক করে এসে বোমা ছুড়ে পালায়। এছাড়াও বোমাবাজি হয়েছে ইসলামপুরেও। এছাড়া ওখানে ভাঙচুরও হয়। অন্যদিকে বজবজে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়। জানা গেছে পুলিশের সামনেই ভাঙচুর করা হয় গাড়ি। অভিযোগের তীর উঠছে তৃণমূলের দিকে তবে এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে , কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।