Economy Finance

বাজারে এখনো সরগরম ! কমছেনা আলু পেঁয়াজের দাম

চিন্তায় সাধারণ মানুষ থেকে বিক্রেতা কমছে বিক্রিবাটা

পৃথা কাঞ্জিলাল : সামনেই আলোর উৎসব। কিন্তু সেই আনন্দে যেন কোথাও মালুম হচ্ছেনা। বেড়েই চলেছে আলু পেঁয়াজের দাম। বুধবার শহরের বাজারে আলু পেঁয়াজের(Onion) দামে ধাক্কা খাচ্ছে ক্রেতারা। চলতি বছর দূর্গা পুজোর কয়েকদিন আগে থেকেই অত্যধিক হারে বেড়ে গিয়েছিল আলুর(Potato) দাম। সেই দাম হ্রাস পায়নি এখন। দমদমের আলু ব্যবসায়ী স্বপন দাস বলছেন, ‘উম্পুনে বিপুল পরিমাণ আলু নষ্ট হওয়ার পর বহু ব্যবসায়ী হিমঘরে আলু ধরে রেখেছেন। ফলে, চাহিদার তুলনায় যোগান কম। তা ছাড়া, ট্রেন বন্ধ থাকায় যে আলুর বস্তা আনতে আগে ১০০ টাকা খরচ হতো, সেটায় এখন ২০০ টাকা বেরিয়ে যাচ্ছে। ফলে, আলুর দাম বাড়ছে।’ ব্যবসায়ীদের মতে বিহার,ঝাড়খণ্ড,ওড়িশা,মধ্যপ্রদেশ,অন্ধ্রপ্রদেশে আলু পাঠানো হচ্ছে এ রাজ্য থেকে।তাই বাড়ছে দাম।

বাজারে জ্যোতি থেকে চন্দ্রমুখি পেঁয়াজ থেকে টমেটো সবজির দামে আগুন। বাজারে যেখানে জ্যোতি আলু আগে ছিল প্রতি কেজি ৩৫ টাকা তা এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকায় চন্দ্রমুখী আলু ৪৫ টাকা প্রতি কেজি। মঙ্গলবার গড়িয়াহাট বাজারে জ্যোতি আলু বিকিয়েছে ৪০ টাকা কেজি দরে।মরসুম শেষ হয়নি তার মধ্যেই হু হু করে বাড়ছে আলু আর পেঁয়াজের দাম। চন্দ্রমুখী আলু ৪৫ টাকা প্রতি কেজি।অন্যদিকে পেঁয়াজের দাম ৮০ টাকা প্রতি কেজি। আলু পেঁয়াজের দামে কপালে ভাঁজ পড়েছে অনেকের। উৎসবের সময়ে জোগানে ঘাটতি হলে চিন্তা এ পড়বেন অনেকেই, সাথে কপালে ভাজ আম জনতার ও। আলু ব্যবসায়ীদের মতে, নতুন আলু বাজারে না আসা পর্যন্ত আগামীদিনে আলুর দাম কমার সম্ভাবনা কম।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Leave a Reply

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading