West Bengal
শ্বাশুড়ি খুনের অভিযোগ মামলায় বেকসুর খালাস বৌমা
বনগাঁ বসাক পাড়ায় শ্বাশুড়ি খুনের মামলায়, ১১ মাস জেল খাটার পর বেকসুর খালাস পেল বৌমা রুপা দে কর্মকার। ২০১৮ সালের ৮ ই জানুয়ারি নিজের শ্বাশুড়ি কল্যাণী দে কর্মকারকে ভরসন্ধ্যায় কুপিয়ে খুনের অভিযোগ দায়ের হয় বনগাঁ থানায়। এই দিন কল্যাণী দেবীর ছেলে আইনজীবী পার্থ দে কর্মকার তার স্ত্রী রুপার বিরুদ্ধে খুনের অভিযোগ করেন। পরবর্তিতে পুলিশ রুপাকে গ্রেফতার করে আদালতে পাঠালে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেয়। দীর্ঘ ১১ মাস দুই বছরের ছেলেকে নিয়ে জেল খাটার পর আজ বনগাঁ আদালতে ফার্স্ট ট্র্যাক ২-এর এক বিচারক অসীম কুমার দেবনাথ আজ তাদের বেকসুর খালাস দেন। নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরে খুশি রুপা দেবী।