West Bengal

শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি

৫০০ শ্রমিক এদিন কর্মীসভা করেন।

মালদাঃ- হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে বুলবুলচন্ডী বাজারে বুধবার সকাল ন’টা নাগাত বুলবুলচন্ডীর নির্মাণ শ্রমিক কল্যান সোসাইটির পক্ষ থেকে ব্লকের সকল রাজমিস্ত্রি-সহ লেবার শ্রমিক একত্রিত হয়ে প্রায় ৫০০ শ্রমিক এদিন কর্মীসভা করেন। এদিন শ্রমিকদের দাবি, আজ যে ভাবে জিনিসের দাম বাড়ছে, এই বেতনে তাদের সংসার চালানো সম্ভব হচ্ছেনা। আজ এই বিষয় নিয়ে সকল শ্রমিক মিলিত হয়। হেডমিস্ত্রির বেতন ছিল আগে ৪০০ টাকা, নতুন বেতন ৪৫০, সাধারন মিস্ত্রির বেতন ৩৯০থেকে৪৩০টাকা, লেবারের বেতন ২৬০ থেকে ৩০০ টাকা, সাটারিং মিস্ত্রি ১২ টাকা স্কায়ারফিট থেকে ১৪ টাকা শ্রমিকের বেতন বাধা হয়েছে।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: