Culture

ষষ্ঠীর সকাল থেকেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে জনজোয়ার

আলিপুর হাওয়া অফিসও স্বস্তির বার্তা দিয়ে দিয়েছে রাজ্যবাসীকে।

প্রেরণা দত্ত:  পঞ্চমীর রাতে মণ্ডপে মণ্ডপে মানুষের যে ঢল নেমেছিল, ষষ্ঠীতে তা ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ষষ্ঠীর রাতের জন্য অবশ্য অপেক্ষা করেননি অনেকেই। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছে তাঁরা।মহালয় থেকে দেবীদর্শনে বেরিয়ে পড়েছে বাঙালি। বলা ভালো, থিমদর্শনে । আর ষষ্ঠীর সকালে  ভিড় আরও বেশি।

বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে ষষ্ঠীর সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ।ষষ্ঠীতে শহর ভাসছে পুজোর আনন্দে । কেউ পরিবার নিয়ে তো কেউ বন্ধুদের সঙ্গে, কেউ আবার ভিড়ের মাঝেও একান্তে বেরিয়ে পড়েছে মনের মানুষের হাত ধরে। উৎসবে  মুখরিত  উত্তর থেকে  দক্ষিণ। কলকাতার পাশাপাশি থিমের বাজারে জেলার মানুষজনও হাজির প্যান্ডেলে প্যান্ডেলে । এদিকে, পুজোয় বাড়তি রোজগারের আশায় গ্রাম থেকে ঢাকিরা হাজির শহরের বুকে |এর মধ্যে আলিপুর হাওয়া অফিসও স্বস্তির বার্তা দিয়ে দিয়েছে রাজ্যবাসীকে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পুজোর মধ্যে ভারী এবং টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টি হলে মাঝারি পরিমাণ এবং বিক্ষিপ্ত হতে পারে।সকাল থেকেই রৌদ্রজ্জ্বল আকাশ।শহরে মোট ২৬০০টির মতো বারোয়ারি পুজো হয় বলে পুলিশ সূত্রের খবর। তার মধ্যে বড় পুজোর সংখ্যা ১৭৯, যেগুলিতে ভিড় সবচেয়ে বেশি হয়।

পুজোর ভিড় সামলাতে এবং শহরের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে বুধবার, চতুর্থী থেকেই রাস্তায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।উৎসবমুখর উত্তর থেরে দক্ষিণ। নতুন জামা পড়ে বেরিয়ে পড়েছে আট থেকে আশির বাঙালি। ষষ্ঠীতে ধীর গতিতে চলছে যান। ব্যারিকেডের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে ভিড়।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: