Culture

সন্তোষপুর সাগ্নিক এবারের থিম ” ধোবিঘাট ” : অন্য ভাবনা অনন্য চেষ্টা

আর বাকি ৩১ দিন। ভাবনার ক্ষেত্রে একটু আলাদা , সন্তোষপুরের বাঘা বাঘা থিম মেকারদের মাঝে লড়াই সীমিত ক্ষমতার মধ্যে বেশ নজর কাটবে !

অন্য ভাবনায় একটু আলাদা , প্রথাগত চিন্তার বাইরে হাটতে চাইছে শিল্পী পার্থ দাস , কেন এই থিম জানতে চাইলে পার্থ বলেন ” এই কাজটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করেছিলাম কিন্তু এই ভাবনা কে সমর্থন করে সন্তোষপুর সাগ্নিক , তাই এবারে এই ভাবনা নিয়েই কাজ করছি। যারা ধোপার কাজ করেন তাদের কে কোন ক্ষেত্রেই সম্মানিত করে নি কেও। তার ফলে অবহেলিত এই শ্রেণী কে নিয়েই আমার কাজ। এক টুকরো ধোবিঘাট তুলে ধরবো সন্তোষপুর সাগ্নিক এর পুজো কমিটিতে।

সংঘঠকরা ৩৪ বছরের উপস্থাপনায় এবারে সাবেকি পুজো ছেড়ে থিমে এসেছেন। বেশ চোখে পড়ার উদ্যোগ নিয়েছেন পড়ার সকলে।সংগঠকরা আশাবাদী এবার তাদের পূজা মণ্ডপ অনেক বেশি দর্শক গত বারের থেকে। পাড়ায় পাড়ায় দূর্গা কথা নিয়ে জমে উঠেছিল আজকের আড্ডা।

পাড়ায় পাড়ায় দূর্গা কথা , শুধু মাত্র ৩৩ দিন বাকি। ওপিনিয়ন টাইমস এর ক্যামেরা ঘুরছে কলকাতায় , এবছরের প্রস্তুতি কেমন হচ্ছে , সেই খবরা খবরের খোঁজে ওপিনিয়ন টাইমস । আর এই নিয়ে জমজমাট সন্তোষপুর সাগ্নিক ক্লাব থেকে । নজর রাখুন সঙ্গে থাকুন : http://www.opiniontimes.in // আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/pg/opiniontimes.in

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: