Big Story

সন্দেহের অবশান

বিস্ফোরণের দায় স্বীকার.....স্বপক্ষে প্রমাণ নেই আইসিস-এর

রবিবার ইস্টার উপলক্ষে শ্রীলঙ্কার বিভিন্ন গির্জায় প্রার্থনা জানাতে জমায়েত হয়েছিলেন অসংখ্য মানুষ।আর ঠিক সেই দিনই  সকাল ৮.৪০ নাগাদ কলম্বোর গির্জায় বিস্ফোরণ হয়।এর পর বেলার দিকে ৩টি হোটেল এবং আরও ২ গির্জায় বিস্ফোরণ হয়। বিকেলে আরও ২টি বিস্ফোরণ ঘটে। এই ধারাবাহিক বিস্ফোরণের দায় স্বীকার করে নিল ইসলামিক স্টেট (আইসিস)। তবে এর স্বপক্ষে কোনও প্রমাণ তারা পেশ করেনি। ওই বিস্ফোরণে অন্তত ৩২১ জন নিহত হন। আহত হয়েছেন প্রায় ৫০০ জন।

Show More

Related Articles

Back to top button
Close
Close
%d bloggers like this: