
শর্মিষ্ঠা বিশ্বাস: এ বছর বর্ষার মতো দাপাবে শীতও। ইতিমধ্যেই নামতে শুরু করেছে পারদমাত্রা। সকালের কুয়াশায় ঢাকবে শহর থেকে গ্রাম। ধীরে ধীরে শীতের পোশাকেও দেখা মিলছে মানুষের। উত্তর-পশ্চিমী হাওয়ায় উত্তরবঙ্গে দু একপশলা বৃষ্টির সাথে আরও দাপট বাড়াবে শীত, নিম্নমুখী তাপমাত্রার তালিকায় থাকবে পশ্চিমের জেলাগুলিও।
আজ সারাদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে ৭৩ শতাংশ। দিনের বেলা গরম থাকলেও সন্ধ্যে থেকে ঠান্ডা বাড়বে এখন বেশ কিছুদিন। তবে এখুনি কন কনে শীতের পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।