প্রেরণা দত্ত : মহানগর নয়, শহরতলীতেও তুমুল বৃষ্টি।কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২-৩ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে বলে আশঙ্কা। বর্ষা দেশ থেকেই বিদায় নেওয়ার ক্ষেত্রে এবার দেরির সর্বকালীন রেকর্ড গড়েছে। পুজোয় বৃষ্টি যে চোখরাঙাবে সেই পূর্বাভাস আগে থেকেই ছিল। পুজো ভেস্তে যাওয়ার আশঙ্কাও করছিলেন অনেকে৷ মহাষষ্ঠীর সকালে আকাশের মুখ ছিল ভার। কিন্তু সপ্তমীতে আর শেষরক্ষা হল না। আশঙ্কা বাস্তব রূপ নিল। দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজল কলকাতা লাগোয়া কয়েকটি এলাকা।
উত্তরপ্রদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেটি আরও পূর্ব দিকে সরে আসবে। ফলে তার টানে আরও বেশি করে জলীয় বাষ্প ঢুকবে। সকালে খটখটে রোদের দেখা মিললেও, কিছুক্ষণ বাদেই কালো মেঘে মুখ ঢাকে শহরের আকাশ। বৃষ্টির জেরে ঠাকুরদেখায় খানিকটা ছন্দপতন ঘটেছে ঠিকই, তবে অনেকেই বৃষ্টি মাথায় নিয়েই দেবীদর্শনে মেতেছেন। উল্লেখ্য, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠীর দিন কলকাতায় সেভাবে বৃষ্টির দেখা মেলেনি। তাই বৃষ্টি দুর্ভোগ না থাকায় নির্বিঘ্নে দুর্গা দর্শন করতে পেরেছেন শহরবাসী।
শনিবার মোটের উপর সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াল ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। অষ্টমী ও নবমীতেও বৃষ্টির আশঙ্কা এড়ানো যাচ্ছে না। নবমী এবং দশমীতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।