Nation

সমাজবাদী পার্টিতে শত্রুঘ্ন সিনহার পত্নী

সমাজবাদী পার্টিতে শত্রুঘ্ন সিনহার পত্নী রাজনাথ সিং-এর সাথে লড়তে পারেন পুনম মহাজন

শত্রুঘ্ন সিনহা বিজেপি ছেড়ে কংগ্রেসে অন্যদিকে  তাঁর স্ত্রী পুনম নাম লেখালেন সমাজবাদী পার্টিতে। মঙ্গলবার দলের সুপ্রিমো অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবের উপস্থিতিতে সপায় যোগ দিলেন পুনম মহাজন।এই কারনে সম্ভব্যত  কংগ্রেসও লখনউ কেন্দ্রে প্রার্থী দেবে না। ফলে ওই আসনে এবার সরাসরি লড়াই হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও পুনম সিনহার মধ্যে।

Show More

Related Articles

Back to top button
Close
Close
%d bloggers like this: