প্রণয় ঘটিত সম্পর্কের টানা পোড়েনে আত্মঘাতী হল এক স্কুল পড়ুয়া। মৃতার নাম দীপিকা দাস (১৭)। পঞ্চপোতা ভারা ডাঙ্গা হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। বৃহস্পতিবার সকালে নিজের ঘরে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহতা করে সে। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার পঞ্চপোতা শিশুতলা এলাকায়।
পরিবার সুত্রে জানা গিয়েছে, পচাপোতা পাবনা পাড়ার একটি ছেলের সঙ্গে বেশ কিছুদিন প্রণয় ঘটিত সম্পর্ক ছিল পূজার। দুই পরিবার সম্পর্কের কথা জানত। সম্প্রতি তাদের সম্পর্কের টানাপোড়েন চলছে। এই কারণে পূজার মন খারাপ থাকলেও তা বাড়িতে জানতে দিত না বলে পরিবার সূত্রে জানা গেছে। প্রতিদিনের মতো গতকাল পূজা তার এক বোনের সঙ্গে নিজের রুমে ঘুমিয়ে ছিল। আজ সকালে পূজার মা ঘুম থেকে ডেকে তোলেন। সকালে তার পড়া থাকায় সে পড়তে যাওয়ার জন্য রেডিও হয়েছিল। সেই অবস্থাতেই সকাল আটটা নাগাদ সে গলায় কাপড় দিয়ে নিজের রুমের ফ্যানের সঙ্গে আত্মহত্যা করে। সহপাঠীরা যাওয়ার জন্য ডাকতে গিয়ে দেখে তার রুমের ফ্যানের সঙ্গে ঝুলছে সে। দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে তারা। পূজার পরিবারের দাবি পূজার মৃত্যুর পিছনে ছেলেটির হাত রয়েছে। ছেলেটির কঠোর শাস্তি দাবি করেন তারা।