Culture

সম্পর্কের বাঁধনে বাঁধতে তৈরী : এবারে শিব মন্দির দুর্গোৎসব পূজা কমিটি থিম !

খোলসা করে কিছু না বললেও এবারে যে ভাবনা নিয়ে যে কাজ হচ্ছে তা বহুল চর্চিত বিষয় " সম্পর্খের বাঁধন "

দিনে ১২ ঘন্টা করে কাজ চলছে।৮ থেকে ৮০ সব বয়েসের আনাগোনা শুরু, কি হচ্ছে এবারে শিব মন্দির পূজা প্রাঙ্গনে ? তবে ওপিনিয়ন টাইমস কথা বললো ক্লাব কর্মকতা থেকে শিল্পী। ক্লাব কর্মকর্তা বললেন তাদের ঝুঁকিতে অনেক পুরস্কার , এবার আর পুরস্কারের জন্য লড়াই নয় ভালো কাজ মানুষের সামনে তুলে ধরবো ‘

শিবমন্দির পূজা কমিটির অতীত ইতিহাস রয়েছে প্রায় ২০০ বছরের। বাস্তবে নিত্য পুজোর মন্দির , তবে এর পাশাপাশি ১৯৩৬ সালের তৈরী এই ক্লাব , বিশেষত সামাজিক কাজ করেন , শিশু শিক্ষা , আঁকাঝোকার স্কুল থেকে কেরাতে – কুমফু সবই চলছে বছরের পর বছর। ক্লাবের প্রবীণ বেক্তিরা আজও রয়েছেন সব ক্ষেত্রে, তাই আন্তরিকতার অভাব নেই এই সংঘঠনে। মন ভালো হয়ে যায় যখন পিছিয়ে পড়া মানুষ কে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে নিষ্ঠার সাথে প্রয়াস দেখা যায়।

শুধু মাত্র ৩৫ দিন বাকি। ওপিনিয়ন টাইমস এর ক্যামেরা ঘুরছে সারা কলকাতায় , এবছরের প্রস্তুতি কেমন সেই খবরা খবরের খোঁজে ওপিনিয়ন টাইমস । আর এই নিয়ে জমজমাট আড্ডা। নজর রাখুন সঙ্গে থাকুন : http://www.opiniontimes.in // আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/pg/opiniontimes.in

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d