“সরকার আমাকে ভয়ে পাচ্ছে তাই আমাকে রাখা হয়নি মেলা কমিটিতে “- শুভেন্দু অধিকারী
পাল্টা জবাব দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম

তিয়াসা মিত্র : গঙ্গা সাগর মেলার কমিটি গঠন সংক্রান্ত গুঞ্জনের ইতি হয়েছে মঙ্গলবার, কিন্তু রাজনৈতিক যে মতাদর্শ তা রয়ে গেলো এখনো। রাজ্যে করোনা পরিস্থিতিতে এ বছর গঙ্গাসাগর মেলা বন্ধ রাখার দাবি নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল। এর সঙ্গে আরও পাঁচটি মামলা যুক্ত হয়। সব মামলা একত্র করে হাই কোর্টে শুনানির পর তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল আদালত। সেখানে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পরবর্তী তিনটি মামলাতে প্রশ্ন ওঠে যে কমিটি ঠিক ভাবে করোনা নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে কিনা। রাজনীতির সদস্য শুভেন্দু কেন রয়েছে কমিটিতে তাই নিয়েও ওঠে তরজা। পরে পুরনো কমিটি ভেঙে নতুন করে তা গঠনের নির্দেশ দিয়েছে আদালত। তবে শুভেন্দু এই নিয়ে কটাক্ষ করেন আজকে স্বামী বিবেকানন্দ-এর জন্মবার্ষিকীতে কলকাতার শিমলা বাড়িতে, যেখানে সে বলেন- ” বিরোধী দলনেতাকে সরকার ভয় পায়। তাই সাগরমেলার কমিটি থেকে আমার নাম বাদ দেওয়ার জন্য এত সওয়াল করেছে আদালতে! ” তিনি আরো বলেন “আমি ওই কমিটির সদস্য হওয়ার জন্য আদালতের দ্বারস্থ হইনি। কমিটিতে আমার নাম থাকা বা না থাকা নিয়ে আমি লালায়িত নই। রাজ্য সরকারের আপত্তিতে আদালত আমাকে রাখেনি। এতে আমার কোনও অসুবিধা নেই। প্রধান বিচাপতির সিদ্ধান্তকে সম্মান করা উচিত।’’
তবে বিরোধী দলের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হেকিম এর উত্তরে বলেন-“ভয়-টয় নয়। রাজ্য সরকার কাউকে ভয় পায় না। পাওয়ার প্রশ্নও ওঠে না। আমরা মনে করি, কোনও রাজনৈতিক ব্যক্তিরই ওই কমিটিতে থাকা অনুচিত। তাঁর নাম যা খুশি হতে পারে। গঙ্গাসাগর মেলার নজরদারিতে যে কমিটি তৈরি হবে, তাতে কেন কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন! কলকাতা হাই কোর্ট নতুন যে কমিটি গড়েছে, তাকে আমরা স্বাগত জানাচ্ছি।’’