Economy Finance

অর্থনৈতিক প্যাকেজ নিয়ে একগুচ্ছ ঘোষণা নির্মলার, রইল একনজরে

কী বললেন অর্থমন্ত্রী, জেনে নেওয়া যাক ।

প্রেরনা দত্তঃ মঙ্গলবার আত্মনির্ভর প্রকল্পের আওতায় ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সেই প্যাকেজ সংক্রান্ত বিস্তারিত জানাতে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কী বললেন অর্থমন্ত্রী, জেনে নেওয়া যাক একনজরে। ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগদের জন্য একগুচ্ছ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
দেশের বিকাশের লক্ষ্যেই এই প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।কী বললেন অর্থমন্ত্রী, জেনে নেওয়া যাক একনজরে…

শিল্পমহল, বণিকসভা ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করে অর্থমন্ত্রক একটি সার্বিক অর্থনৈতিক প্যাকেজ তৈরি করেছে।
• দেশকে অর্থনৈতিক বৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য।
• এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে, ‘আত্মনির্ভর ভারত’। পাঁচটি স্তম্ভের উপর আত্মনির্ভর ভারত গড়ে তুলতে হবে– অর্থনীতি, পরিকাঠামো, প্রযুক্তি নির্ভর সিস্টেম, জনসংখ্যা এবং চাহিদা।

❏ আত্মনির্ভর ভারত গড়তেই এই প্যাকেজ।
❏ আত্মনির্ভর হওয়া মানেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়া নয়।
❏ সংস্কারের লক্ষ্যে নেওয়া পদক্ষেপগুলি সফল হয়েছে।
❏ গরিবদের জন্য নিরলসভাবে কাজ করছে সরকার।
❏ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৬টি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
❏ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ঋণের জন্য ৩ লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
❏ ৪ বছরের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ঋণ
❏ ১০০ কোটি টাকা লেনদেন হলে তবে মিলবে ঋণ
❏ এই ঋণে ১ বছরের জন্য সুদ স্থগিত থাকবে।
❏ ৪৫ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি ইউনিট উপকৃত হবে।
❏ আত্মনির্ভর বলতে ভারতীয় পণ্য বিশ্ব বাজারে একটি ব্র‌্যান্ড হিসেবে তুলে ধরতে চাইছে কেন্দ্র।
❏ আগামী ৪০ দিনের মধ্যে দেশের তৈরি হবে পিপিআই, মাস্ক, ভেন্টিলেটর।
❏ এই ঋণে কোনও গ্যারান্টি ফি লাগবে না।
❏ এনপিএ আওতায় পড়া ক্ষুদ্র–মাঝারি শিল্পকেও ঋণ দেওয়া হবে।
❏ এই খাতে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।
❏ এর ফলে উপকৃত হবে ২ লক্ষ ক্ষুদ্র–মাঝারি শিল্প।
❏ ঋণগ্রস্ত ক্ষুদ্র–মাঝারি শিল্পের ব্যবসা বৃদ্ধিতে বরাদ্দ।
❏ ব্যবসা বৃদ্ধি বরাদ্দ ৫০ হাজার কোটি টাকা
❏ ২০০ কোটি টাকা পর্যন্ত গ্লোবাল টেন্ডার নয়।
❏ বিদেশি সংস্থার জায়গায় দেশি সংস্থা অংশগ্রহণ করবে।
❏ এর ফলে দেশের ছোট–মাঝারি সংস্থা অংশ নিতে পারবে।
❏ ১২% নয়, বেসরকারি কর্মীদের বেতন থেকে ১০% ইপিএফ কাটা হবে। তিন মাস ধরে।
❏ এর ফলে বেশি বেতন ইপিএফ গ্রাহকরা।
❏ সরকারি কর্মীদের ক্ষেত্রে ১২% পিএফ কাটা হবে।
❏ ১৫ হাজারের থেকে কম বেতনের কর্মীদের তিন মাসের ইপিএফ দেবে‌ সরকার।
❏ কাজ শেষের জন্য সরকারি ঠিকাদারদের আরও ৬ মাস সময় দেওয়া হবে।
❏ অব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ৩০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ।
❏ ৩১ মার্চ পর্যন্ত টিডিএসে ২৫% কম কাটা হবে।
❏ ৩০ নভেম্বর পর্যন্ত আইটি রিটার্ন দাখিল করা যাবে।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading