Big Story
সর্ষের মধ্যে ভুত , হাসপাতালেই গাঁজার চাষ
বনগাঁ হাসপাতালে গাঁজা চাষ সহ একাধিক অভিযোগ বিজেপির ডেপুটেশন।

বনগাঁ হাসপাতালের ইমারজেন্সি ওয়াডের পাশে বছর খানেক ধরে চলছে গাঁজা চাষ। এখান থেকে গাঁজা নিয়ে হাসপাতের মধ্যে খাওয়ার পাশাপাশি বিক্রি হয়। এই বিষয়ে কোন হুশ নেই হাসপাতাল কর্তিপক্ষের, এমনি অভিযোগ বিজেপি। হাসপাতালের মধ্যে গাঁজা গাছের কথা শিকার করে নিয়েছেন হাসপাতাল কর্তিপক্ষ। তারা জানান এইটা যে গাঁজা গাছ তা জানা ছিলনা তাদের। গাঁজা গাছের পাশাপাশি বনগাঁ হাসপাতাল চত্ত্বরে বিভিন্ন অসামাজিক কাজ চলছে। মেশিনারি থাকলে ও তা ব্যাবহার করা হয় না। হাসপালে সুস্থ পরিবেশের দাবিতে আজ বিজেপি পক্ষ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয়। স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে হাসপাল চত্ত্বর পরিষ্কার করে গাছ লাগান তারা।
অভিযোগ পেয়ে হাসপালের সহকারী সুপার বলেন অভিযোগ পেয়েছি। এটা যে গাঁজা গাছ তা আমাদের জানা ছিলোনা। ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ নেওয়া হবে।