Big Story

সাত সকালে আগুনে উদ্বেগ এক্সাইড মোরে

বার বার আগুন লাগে , তদন্ত হয় তারপর সব ঠান্ডা

নিজস্ব সংবাদদাতা : এক্সাইড মোরের কাছে একটি বহুতল বাড়িতে ভয়াবহ আগুন , সাত টি দমকলের ইঞ্জিন এসে আগুনেভানোর কাজ শুরু করে , সূত্র থেকে জানা যাচ্ছে সকাল ৮.৫৩ নাগাদ প্রথম দেখতে পান স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। এর পর খবর যায় পুলিশ ও দমকল , তারপর তড়িঘড়ি আগুন নেভানোর কাজ শুরু হলেও প্রায় দু ঘণ্টা লাগে আগুন নেভাতে। হতাহতের খবর পাওয়া যায় নি এখনো। প্রশ্ন বার বার কেন লাগছে আগুন , স্থায়ী প্রতিকার কি ভাবে পাবেন নাগরিকরা। কেন আগুন লাগলো তার কোনো সৎ উত্তর দিতে পারেনি দম কল ও পুলিশ দপ্তর।

Show More

Related Articles

Back to top button
Close
Close
%d bloggers like this: