Entertainment

সানি লিওনের ঘাড়ে নিঃস্বাস ফেলছে আরও এক পর্নস্টার !

কে সেই ষ্টার যে সানি লিওন কে চ্যালেঞ্জ জানবার মত ? উড়ছে গুঞ্জন ধরার অপেক্ষায়

ভারতে সবচেয়ে বেশি সার্চ তাঁকে নিয়েই হয় গুগলের রিপোর্ট বলছে। আর এই মহিমাময় সানি লিওনকে এবার চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছেন হলিউডের এক পর্নস্টার। এআগামী মাসের থেকে বলিউডের এক প্রযোজক সংস্থা এক মাঝারি বাজেটের সিনেমা আনতে চলেছে।আর সেই নিয়ে জনপ্রিয়তা একেবারে আকাশছোঁয়া।

গুঞ্জন চলছে তবে সেই পর্নস্টারকে তা এখনও খোলসা করে বলতে রাজি হচ্ছে না সেই প্রযোজক সংস্থা।এই সংস্থার পক্ষ থেকে শুধু বলা হয়েছে, একটা ছবি তৈরির পরিকল্পনা চলছে, যাতে এক নতুন পর্নস্টারকে দেখা যেতে পারে এখনো নিশ্চিত নয়।

একটি রিয়েলিটি শো বিগ বসে আসার পর ২০১২ সালে জিসম টু-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ হয় সানি লিওনের। এরপর থেকে সানির জনপ্রিয়তা ক্রমশ বেড়েছে। সানি লিওন কে নিয়ে গুঞ্জন কম হচ্ছে না যে নতুন বয়ফ্রেণ্ডস আসছে জীবনে সেটা কে তার প্রকাশ প্রায় নি। গত দু বছর ধরে গুগল, সানির জনপ্রিয়তায় থাবা বসাতে পারেন কি না নতুন কোনও পর্নস্টার ইটা নিয়ে গুঞ্জন চলছে। তবে নতু ষ্টার নিয়ে এখনো খোলসা করে কিছু জানা যাচ্ছে না , পাচ্ছে যদি বেহাত হয়ে যায় চলচিত্র নির্মাতার।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button
%d bloggers like this: