Industry & Tread
সাবমেরিনের সাজে নৌবাহিনী
নৌবাহিনীর জন্য মুম্বইয়ের মাজগাঁও বন্দরে তৈরি হচ্ছে স্করপিন ক্লাসের বেশ কয়েকটি সাবমেরিন। এরপরও ভারতে আসছে আরও উন্নত ৬ সাবমেরিন। ওইসব সাবমেরিন হবে স্করপিন ক্লাস সাবমেরিনের থেকে অন্তত ৫০ শতাংশ বড়। মোট খরচ পড়বে ৫০,০০০ কোটি টাকার বেশি।এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট ৭৫-ইন্ডিয়া।সাবমেরিনে থাকবে ১২ ক্রুজ ক্ষেপণাস্ত্র। সঙ্গে থাকবে যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও। ওইসব ক্ষেপণাস্ত্রের পাল্লা হবে ৫০০ কিলোমিটার। নৌবাহিনী সূত্রের খবর, ১৮টি ভারী টর্পেডো বহন ও ছোঁড়ার ক্ষমতা থাকবে ওই সাবমেরিনের।এক্ষেত্রে ওই সাবমেরিনের প্রধান হাতিয়ার হবে সারফেস টু সারফেস মিসাইল।