Entertainment
সামনে এল “পতি পত্নী অওর উয়ো” ছবিতে ভূমি পেডনেকর আর অনন্যা পাণ্ডের লুক
ত্রিকোণ প্রেমের দুই খুঁটি এই দুই অভিনেত্রী।

তানিয়া চক্রবর্তী : সম্প্রতি প্রকাশ্যে এল “পতি পত্নী অওর উয়ো” ছবিতে ভূমি পেডনেকর আর অনন্যা পাণ্ডের লুক। ছবিতে কার্তিক আরিয়ানের স্ত্রী বেদিকার চরিত্রে অভিনয় করছেন ভূমি এবং কার্তিকের প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন অনন্যা। ত্রিকোণ প্রেমের দুই খুঁটি হলেন এই দুই অভিনেত্রী। এই দুই অভিনেত্রী ছাড়াও অপরশক্তি খুরানা, নবনী পরিহার, কে.কে. রায়না এবং রাজেশ শর্মার তারকাদের দেখা যাবে।
১৯৭৮ সালের মূল ছবির রিমেক চলচ্চিত্রটি। ছবিটি পরিচালনা করেছেন মুদাস্সর আজ়িজ়। ছবিটি এই বছরের ডিসেম্বর মাসে মুক্তি পাবে বলে জানা গেছে। নিজের চরিত্র সম্পর্কে ভূমি বলেন, “ইমোশনালি কিছুটা হাই-মেনটেনেন্স”। অন্যদিকে অনন্যা একেবারে স্টাইলিশ অবতারে। এই দুই অভিনেত্রীকে দেখা যাবে কার্তিকের সঙ্গে রোম্যান্স করতে।