সারদা-নারদের ক্ষেত্রে দিল্লির সবুজ সংকেত, কঠোর ব্যবস্থা : নাগেরস্বর রাওয়ের নির্দেশ- ‘সূত্র মারফত
দ্রুত চার্জ সীট দিতে হবে কোর্টে , তদন্তের গতি পাচ্ছে
বছরের পর বছর কাটলেও থেমে যায়নি তদন্ত , দুদিন আগে সিবিআইয়ের অতিরিক্ত নির্দেশক এসেছিলেন কলকাতায় তদন্তের তদারকি করতে।
টানা মিটিং করেন, আজ এই সংকেত দিল্লি থেকে আসে ‘ এই খবর সূত্র মারফত।
এই খবর চলে যায় হরিশ চ্যাটার্জী স্ট্রিটে , তার পর শুরু হয় আরো তৎপরতা। তৃণমূলের এক নেতা জানান এসব ওই রাজনীতির জন্য হচ্ছে , রাজ্য সরকারকে ভয় দেখাচ্ছে। বিজেপি জানে না তৃণমূল মাথা নোয়াবে না।
আজকের এই চাঞ্চল্যকর বিষয় নিয়ে নারদে অভিযুক্তদের কেওই মুখ খুলছেন না। রাজনীতিক মহলে গুঞ্জন শুরু , কাঁচরাপাড়ায় যে ভাবে মুকুল রায় কে আক্রমণ করেছেন মমতা বন্ধ্যোপাধ্যায় তারই ফলস্বরূপ এই বিশেষ ব্যবস্থা। বামেদের পক্ষ থেকে বলা হয় বাস্তব সমস্যার মুখ ঘুরিয়ে দিতেই দিদি মোদির কারসাজি।
রাজীব কুমার , অর্ণব ঘোষ সহ এম এস মির্জা একাধিক বার মুখোমুখি হয়েছেন সিবিআইয়ের । সূত্রের খবর আগামী সপ্তাহে অনেকেই ডাকা হতে পারে নারদ সংক্রান্ত বিষয়ে। শোনা যাচ্ছে পার্লামেন্টের এথিক্স কমিটি নারদ নিয়ে ডাকতে পারেন অভিযুক্তদেরকে। বলা যায় সকলেই প্রায় আবারও পার্লামেন্ট নির্বাচনে জয় লাভ করেছেন , তার ফলে আরো বিড়ম্বনায় পড়তে পারে তৃণমূল