সেরা ভাবনা – অর্জুনপুর আমরা সবাই ক্লাব
অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল, ঘোষিত হল যুবকল্যাণ শারদ সম্মান ২০১৯ -এর সেরা ৮টি পুজো মণ্ডপের নাম। সেগুলি হল –
সেরা অসামান্য – হরিদেবপুর আদর্শ সমিতি
সেরা বারোয়ারি – শ্যামপুকুর আদি দুর্গোৎসব কমিটি
সেরা সমাজবন্ধু – বেহালা ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটি
সেরা পরিবেশ – কেষ্টপুর প্রফুল্ল কানন ( পশ্চিম ) অধিবাসীবৃন্দ
সেরা আলোকসজ্জা – চেতলা অগ্রণী ক্লাব
সেরা মন্ডপ – রাজডাঙা নবউদয় সংঘ
সেরা প্রতিমা – ৯৫ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি (যোধপুর)
সেরা ভাবনা – অর্জুনপুর আমরা সবাই ক্লাব
ইতিমধ্যেই পুজো মন্ডপগুলিতে যুব কল্যাণ শারদ সম্মানের টিম উপস্থিত হবেন এবং তাদের হাতে তুলে দেবেন প্রাপ্য পুরস্কার। বাকি আপডেটের জন্য দেখতে থাকুন www.opiniontimes.in অথবা চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে https://www.facebook.com/opiniontimes.in/