Economy Finance

আকাশ ছোঁয়া পেয়াঁজের দাম, আর তার জেরেই ফৌজদারি মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী।

দায়িত্ব পালনে ব্যর্থ কেন্দ্রীয় সরকার, হেঁশেল এর সাথে সাথে পেয়াঁজের ঝাঁঝ লোকসভায়।

@ দেবশ্রী : ক্রমশ বেড়েই চলেছে পেয়াঁজের আগুন চড়া দাম। আর সেই দাম বৃদ্ধিকে কেন্দ্র করেই ফৌজদারি মামলা দায়ের করা হয়, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে। কেন্দ্রীয় খাদ্য, গণবন্টন ও প্রক্রিয়াকরণ মন্ত্রী রামবিলাস পাসওয়ান বলেন, পেঁয়াজের দামবৃদ্ধি নিয়ে তাঁদের কিছুই করার নেই। আর সেই বক্তব্যকে ঘিরেই লোকসভার অধিবেশনে ভালোমতোই তোলপাড় লেগে গিয়েছিল। এই মুহূর্তে কোথাও কোথাও, প্রতি কেজি পেঁয়াজের দাম ২০০ টাকায় পৌঁছেছে। আর পেয়াঁজের সেই ঝাঁজ-ই গড়িয়ে গেল আদালতে। আর ফৌজদারি মামলা দায়ের হয় বিহারের এক আদালতে, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ানের বিরুদ্ধে।

সূত্রের মাধ্যমে জানা যায়, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতারণা ও বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছে। মুজাফ্ফরপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলাটি দায়ের করেছেন এম রাজু নায়ার নামে এক জনৈক সমাজকর্মী। তাঁর বক্তব্য অনুযায়ী, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী হিসেবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা রামবিলাস পাসওয়ানের দায়িত্ব। আর এই দায়িত্ব পালন করতে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ। এমনকী তিনি আরও অভিযোগ করেন যে, সাধারণ মানুষের সঙ্গেও প্রতারণা করেছেন এই মন্ত্রী। আগামী ১২ ডিসেম্বর এই মামলার শুনানির দিন ধার্য করেছেন বিচারক মৌর্যকান্ত তিওয়ারি।

এইমুহূর্তে, দেশজুড়ে খোলাবাজারে পেঁয়াজ এর দাম এখন অগ্নিমূল্য। কোথাও ২০০ টাকা পর্যন্তও ছুঁয়েছে। তার কারণ হিসেবে কম উত্‍পাদনকে দায়ী করা হচ্ছে। এশিয়ার বৃহত্তম বাজার লাসালগাঁওয়ে পেঁয়াজ ঢুকেছে মাত্র ৫,২০০ কুইন্টাল। যেখানে রোজ গড়ে ১২,০০০ থেকে ১৫,০০০ কুইন্টাল পেঁয়াজের জোগান থাকে। এই পেঁয়াজের বাজারে এখন কুইন্টাল প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০,০০০ টাকায়। হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ।তাও এখনও কোনোরকম পদক্ষেপ নিচ্ছে না কেন্দ্রীয় সরকার।

Show More

OpinionTimes

Bangla news online portal.

Related Articles

Back to top button

Discover more from Opinion Times - Bengali News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading