Nation

সারা বিশ্বে করোনা মহামারী, আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষ ছুঁই ছুঁই

লকডাউনকেও হার মানাচ্ছে করোনা

@ দেবশ্রী : সময়ের সাথে সাথে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে মারণ করোনা ভাইরাস। সারা বিশ্ব জুড়ে চালিয়ে কাছে নিজের দাপট। সারা বিশ্ব প্রায় লকডাউন হওয়াতেও সংক্রমণ রোধ করা সম্ভব হয়ে উঠছে না। তা বেড়েই চলেছে। সারা বিশ্বে করোনায় ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ লক্ষ ছুঁই ছুঁই । সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃ্ত্যুর হারও।

বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত ২ লক্ষ ৬৯৯২ জন। আক্রান্তের সংখ্যা ২৯,৭১,৬৬৯ জন। পাশাপাশি বিশ্বে করোনায় সুস্থ ৮ লক্ষ ৭৭ হাজার জন।

তবে করোনায় সবচেয়ে খারাপ অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের। মৃতের সংখ্যা সেখানে সর্বাধিক। এদিকে রবিবারই ছ’সপ্তাহ বাদে প্রথম স্পেনে বাড়ির বাইরে বেরোতে পারল শিশুরা। করোনা-সংক্রমণের নিরিখে আমেরিকার পরেই দ্বিতীয় স্থানে থাকা দেশটিতে আজ রাস্তায় রাস্তায় শিশুদের কলকাকলি। স্পেন, ইটালি, ফ্রান্স— করোনায় মৃত্যুর নিরিখে ইউরোপে শীর্ষে থাকা এই তিন দেশের বাকি দু’টিও এখন ‘মুক্তির’ অপেক্ষায় দিন গুনছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ জানিয়েছেন, ১১ মে থেকে ধাপে ধাপে লকডাউন উঠবে দেশ থেকে। তবে এই লকডাউন তোলার দাবিতে বিক্ষোভ দেখানোয় জার্মানিতে ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আগামী দিনে করোনার উপর কাবু আনতে পারবে বলে আশাবাদী এই তিনটি দেশ।

Show More

Related Articles

Back to top button
%d bloggers like this: