সারেগামাপা -এর পর অপমান সহ্য করতে না পারায় ড্রাগসের নেশায় জড়িয়ে পরে আজমাত হোসেন
নতুন করে আবার গান নিয়ে এগানোর প্রস্তুতি নিতে শুরু করেন।
সায়ন্তনী রায় : একসময় সারেগামাপা – এর সেরার শিরোপা ছিলেন আজমাত হোসেন।তাঁর কিছু ভুলের জন্য সে তাঁর সেরার মুকুটটা হারায়।নিজের ভাগ্য অন্বেষণে আজমাত হোসেন চলে আসেন ইন্ডিয়ান আইডলের অডিশনে । সারাগামাপা রিয়েলিটি দিয়ে বেরোনোর পর তাঁর অনেক স্টেজ শো পেতেন তিনি । খ্যাতি, অর্থ- কোনও কিছুরই অভাব ছিল না।২০১১ সালে সারেগামাপা লিটিল চ্যাম্পস জয়ের পরেই বদলে গিয়েছিল তাঁর জীবন।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর গলার আওয়াজটা ভারী হয়ে যায়। তাঁর সেই ছোটবেলার আওয়াজই সবার পছন্দ ছিল। ভারী গলার কারণে তাকে অনেক অপমান সহ্য করতে হয়। অপমান সহ্য করতে না পারায় খারাপ সঙ্গে পড়ে ড্রাগসের নেশায় জড়িয়ে পরেন ।তারপর সে প্রায় ৩ বছরের জন্য সম্পূর্ণভাবে গান গাওয়াই ছেড়ে দেন । কিন্তু নতুন করে আবার গান নিয়ে এগানোর প্রস্তুতি নিতে শুরু করেন ।ইন্ডিয়ান আইডলের অডিশনের মঞ্চে প্রবেশের সঙ্গে সঙ্গেই তাঁকে দেখে চিনতে পারেন বিচারক নেহা কক্কর।