West Bengal

সিআইডি জেরার মুখে বিজেপি প্রার্থী

সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটের মধ্যেও জিজ্ঞাসাবাদ ভারতী ঘোষকে

নির্বাচনী প্রচারের কাজ সারতে  এই মুহূর্তে দাসপুরের চককৃষ্ণবাটীতে একটি বাড়ি ভাড়া নিয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।শুক্রবার  সকালে সেই বাড়িতেই  হাজির হয় সিআইডি আধিকারিকের একটি দল। সিআইডি সূত্রে খবর ভোটের মধ্যেও ভারতী ঘোষকে জিজ্ঞাসাবাদ করা যাবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই নির্দেশেই বৃহস্পতিবার সকালে ভবানী ভবনে ডেকে পাঠানো হয় ভারতী ঘোষকে।সিআইডিকে চিঠি দিয়ে তিনি তার  মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার কারনে ভবানী ভবনে যেতে না পারার  কথা জানান। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য  দাসপুরের বাড়িতে গিয়ে হাজির হন সিআইডি আধিকারিকরা। টানা প্রায় ৩ ঘন্টা ৫০মিনিট জেরা করেন সিআইডি আধিকারিকের এই দল।

Show More

Related Articles

Back to top button
Close
Close
%d bloggers like this: